ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর: ভুয়ো ৩টি সংস্থার হদিশ| সংস্থাগুলি থেকে ১২ কোটি টাকা বালুর অ্যাকাউন্টে
মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ভুয়ো তিনটি সংস্থার মধ্য দিয়ে যে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে সেই সংস্থাগুলির অফিসের হদিশ মিলল এবার। নাগেরবাজার এর 100/75 যশোর রোড কলকাতা – ৭৪ এখানেই এই সংস্থাগুলির অফিস।
চাঞ্চল্যকর তথ্য! রেশন দুর্নীতির টাকা বিনিয়োগ হয়েছে সিনেমা তৈরিতে!
ইডি রিমান্ড লেটারের দাবি করা হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে মোট ১২ কোটি ৬ লক্ষ রেশন দুর্নীতির টাকা ঢুকেছে এই তিনটি সংস্থা থেকে।
• শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড ৩ কোটি ৬২ লক্ষ টাকা
• গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড ৩ কোটি ৬৮ লক্ষ টাকা
• গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড ৪ কোটি ৭৬ লক্ষ টাকা
এই তিনটি সংস্থা ২০০৮ সালে খোলা হয়েছিল। এবং অদ্ভুদ্ভাবেই তিনটি সংস্থা ঠিকানাও এক। এই ঠিকানা হলো নাগেরবাজারের যশোর রোড। ২০০৮ সাল থেকে তালাবন্ধ অবস্থাতেই পড়ে রয়েছে এই তিনটি সংস্থার অফিস। স্থানীয় সূত্রের খবর, এর আগে বহুবার এখানেই ইডি আধিকারিকরা এসেছেন। ইভিএম নিউজ