ব্যুরো নিউজ, ২০ ডিসেম্বর: ভবিষ্যতের জন্য নেতা হার্দিক
দলের ভবিষ্যতের কথা ভেবে ও দলকে চাঙ্গা রাখতে রোহিত শর্মার জায়গায় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে। মঙ্গলবার একথা বলেছেন দলের কোচ মার্ক বাউচার। তিনি জানান, রোহিত ঠাণ্ডা মাথার অসাধারণ ক্রিকেটার। মুম্বাই ইন্ডিয়ান্সে ওর ভূমিকা কোনভাবেই অস্বীকার করা যাবে না। মুম্বাই ইন্ডিয়ান্সে তাঁর অধিনায়কত্বে আরও গতি বাড়বে।
মহেশতলা স্কুল ফর গার্লসের ২৫ বছর পূর্তি
ইংল্যান্ডের ক্যাপ্টেন ইয়ন মরগান হার্দিকের পক্ষেই মত দিয়েছেন। অপরদিকে প্যাট কামিন্স সর্বোচ্চ ২০ কোটি টাকা দাম পাওয়ায় কিছুটা বিস্মিত ভারতের প্রাক্তন স্পিনার অনিল কুম্বলে। তবে আইপিএল- এর নিলামে সাড়ে ১৮ কোটি টাকায় স্যাম কারানকে নিলো পাঞ্জাব সুপার কিংস। সাড়ে ১৭ কোটি টাকায় ক্যামেরন গ্রীনকে কিনল মুম্বাই ইন্ডিয়ান্স। ১৬.২৫ কোটি টাকায় সিএসকে কিনল বেন স্টোকসকে। ১৬ কোটি টাকায় যুবরাজকে নিলো দিল্লী ডেয়ার ডেভিল। ইভিএম নিউজ