ইভিএম নিউজ ব্যুরো, ২০ জুনঃ (Latest News) ভোটারদের প্রভাবিত করতে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের নামে একাধিক মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে এই অভিযোগ তুলে ব্যান্ডেল নলডাঙ্গা মোড় জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মি সমর্থকরা।
বিজেপির অভিযোগ, কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ১১৯ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। ভোটারদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। সম্প্রতি বেশ কয়েকটা ঘটনা প্রকাশ্যে আসার পর চুঁচুড়া-মগরা বিডিওর কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি।
তবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, কারোর ব্যাংক একাউন্টে বিধবা বা বার্ধক্য ভাতা ব্যক্তিগত ভাবে যায়, এসব পাগলের প্রলাপ।দুয়ারের সরকারের মাধ্যমে এই সব দিতে হয়।বিজেপি ভোট পাখি,ধান্দাবাজি করে,নির্বাচন এসেছে,বাজার গরম করতে হবে।শান্ত পরিবেশ নষ্ট করতে হবেতাই এই সব নোংরামি করছে।।
এদিন কোদালিয়ার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নলডাঙ্গা মোড়ে জি টি রোডের ওপর হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। প্রায় আধঘন্টা ধরে পথ অবরোধ চলে। খবর পেয়ে ব্যান্ডেল ফাঁড়ি থেকে পুলিশ বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়। (EVM News)