চলতি মাসের শেষেই বীরভূম জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মন্ডলের গ্রেফতারির পর এই জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রীর এই জেলা সফরকে ঘিরে চলছে জোর গুঞ্জন। সুত্রের খবর, শনিবার এই জেলা সফর নিয়ে বীরভূম জেলা তৃণমূলের বোলপুর কার্যালয়ে জেলা কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে জেলা কমিটি সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রীর এই সফরে সভামঞ্চে বা কোথাও কেষ্ট মণ্ডলের ছবি থাকবে না। কিন্তু এ-তো উলট পুরাণ! কারণ অনুব্রতর জেল যাত্রার পর সেখানে গিয়ে ফিরহাদ হাকিম অনুব্রতকে বাঘের সঙ্গে তুলনা করেছিলেন। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী নিজেও কর্মী-সমর্থকদের বলেছিলেন, কেষ্ট জেল থেকে ছাড়া পেলে তাঁকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে আসতে। কিন্তু দলীয় নীতিতে হঠাৎ কী এমন ঘটে গেল যে কেষ্ট হঠাৎ ব্রাত্য হয়ে গেলেন! তৃণমূলের নীতি ছিল পার্থ বিসর্জন, কেষ্ট স্বাগত। আর তার জন্য প্রশ্নবাণে জর্জরিত ঘাসফুল শিবির। তাহলে এবার কেষ্ট বিসর্জনের পর্বটি কেষ্টগড় থেকেই শুরু হতে চলেছে?
এই সফরের সভামঞ্চে কেষ্ট মণ্ডলের কোনও ছবি থাকবে না। ব্যানার ফেস্টুনেও তিনি নেই। এমনকি নামও নেওয়া যাবে না কেষ্টর। আর এই সিদ্ধান্তকে নিয়েই শুরু হয়েছে গুঞ্জন। এই প্রসঙ্গে অবশ্য বীরভূম জেলা তৃণমূল কমিটির তরফে বলা হয়েছে, এমন তথ্য ঠিক নয়। বীরভূমে মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে ব্যাপক সাড়া পড়েছে বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে। রেকর্ড সংখ্যক মানুষের ঢল নামতে পারে এই সভায় আর তার জন্যই চলছে জোরকদমে প্রস্তুতি।