সংকল্প দে, ২৮ এপ্রিলঃ (Latest News) বিজেপির ডাকে উত্তরবঙ্গ জুড়ে ১২ ঘণ্টা বন্ধ
উত্তরবঙ্গ জুড়ে চলছে বন্ধ, আর সেই বন্ধ কে সফল করতে জাতীয় সড়ক অবরোধ করলেন ভারতীয় জনতা পার্টি, রাজবংশী /তপশিলি ও আদিবাসী সংগঠন সমন্বয় কমিটি ভূমিপুত্র ঐক্য মঞ্চ।
১২ঘন্টা বন্ধ সফল করতে মরিয়া ভারতীয় জনতা পার্টির কর্মীরা। আর সেই কারনেই সকাল-সকাল জাতীয় সড় কে এসে উপস্থিত হলেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা । এদিন দলের পতাকা লাগিয়ে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর, ও ঝাজাঙ্গী তে, পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ।
জানা গেছে, কালিয়াগঞ্জের বিজেপির বুথ সভাপতি মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে হত্যা করেছেন পশ্চিমবঙ্গ পুলিশ বলে অভিযোগ । এবং নাবালিকার মৃতদেহ টেনে হিচ্চিরে নিয়ে যাওয়। এই কারণকে কেন্দ্র করে উত্তরবঙ্গ জুড়ে ১২ ঘন্টা পথ অবরোধ এর ডাক দিয়েছেন ভারতীয় জনতা পার্টি। আর এই বন্ধ কে সফল করতে ভারতীয় জনতা পার্টির কর্মীরা, রাজবংশী /তপশিলি ও আদিবাসী সংগঠন সমন্বয় কমিটি ভূমিপুত্র ঐক্য মঞ্চর কর্মীরা অবরোধ এ সামিল হয়। (EVM News)