ব্যুরো নিউজ, ৫ সেপ্টেম্বর: বিক্ষোভে SFI | বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রাজবাটি ক‍্যাম্পাসে SFI-এর অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচী।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা ও ফলাফল সংক্রান্ত বিষয়ে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রথম ও তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে দীর্ঘদিন অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত এই উভয় সেমিস্টারের পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি।

একই রকমভাবে স্নাতক স্তরের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার ফলাফল ঘোষণা হলেও ছাত্র-ছাত্রীদের হাতে ফলাফলের হার্ডকপি অর্থাৎ মার্কশিট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তুলে দেননি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ অফ আর্ট অ্যান্ড ডিজাইনিংয়ে স্নাতক স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীদের অষ্টম সেমিস্টারের ফলাফল প্রকাশ করা হয়নি। এমনকি তাদের তৃতীয় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম সেমিস্টারের ফলাফলের হার্ডকপিও দীর্ঘদিন অতিক্রান্ত হলেও কেউ হাতে পাননি।

SFI-এর র‍্যাগিংয়ের প্রতিবাদ মিছিলে ‘ধুন্ধুমার’

এই সকল দাবি নিয়ে সোমবার এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি কন্ট্রোলারের অফিসে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি করা হয়। এই বিষয়ে এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী জানান, “আগামী ১০ দিনের মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রথম ও তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশ করে ছাত্রছাত্রীদের হাতে ফলাফলের হার্ডকপি তুলে দিতে হবে। আগামী দুই দিনের মধ্যে ষষ্ঠ সেমিস্টারের প্রকাশিত হওয়া ফলাফলের হার্ডকপি ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ অফ আর্ট এন্ড ডিজাইনের অষ্টম সেমিস্টারের ফলাফল আগামী সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে। তাদের প্রকাশিত হওয়া তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সেমিস্টারের পরীক্ষার মার্কশিটের হার্ডকপি ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিতে হবে” বলে দাবি। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর