সচিন

ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর: বাদ পড়ল সচিন-পুত্র! পান্ডিয়াকে ফেরাতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স

IPL 2024-এর প্রস্তুতি শুরু। ইতিমধ্যেই প্রতিটি ফ্র্যঞ্চাইজিই তাদের দল গোছানোর পরিকল্পনা শুরু করে দিয়েছে। ট্রেডিংয়ের মাধ্যমে প্লেয়ার নেওয়াও চলছে। ফ্র্যাঞ্চাইজিগুলি কোন প্লেয়ারদের দলে রাখছে সেই তালিকা (রিটেনশন লিস্ট) জমা দেওয়ার সময়সীমা ১৫ নভেম্বর থেকে বাড়িয়ে ২৬ নভেম্বর করা হয়েছে।

এদিকে অলরাউন্ডার রোমারিও শেপার্ডকে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সে ট্রেডিং করেছে লখনউ সুপার জায়ান্ট। মরসুমের দ্বিতীয় ট্রেডিংও লখনউই করল। রাজস্থান রয়্যালস থেকে বাঁ হাতি ওপেনার দেবদত্ত পাডিকালকে নিল লখনউ। পরিবর্তে লখনউ থেকে রাজস্থানে গেলেন পেসার আবেশ খান।

আয়ুর্বেদিক স্পাতে মহিলা কর্মীর অস্বাভাবিক মৃত্যু

চর্চায় রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সও। মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিক পান্ডিয়ার ঘর ওয়াপসি নিয়েও চলছেকানাঘুষো। মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া শোনা যাচ্ছে এমন খবর।

২০২৪ সালের আইপিএলের নিলাম শুরু হবে আগামী মাসে। এ বার দুবাইতে হবে অকশন। তার আগে ট্রেডিংয়ের মাধ্যমে নানা প্লেয়ারের যাওয়া আসা চলছে। তবে ২৬ নভেম্বরের মধ্যে প্লেয়ার রিটেনশন লিস্ট জমা দিতে হবে।

জানা যাচ্ছে, সাতজন ক্রিকেটারকে আর দলে রাখছে না মুম্বই ইন্ডিয়ান্স। সেই তালিকায় রয়েছে সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর।  নিজের ঘরের মাঠ মুম্বয়ের হয়ে আইপিএলে বেশ কিছু বছর খেলেছে সচিন। আর সেই দলে জায়গা হবে না সচিন পুত্রের?

ছাঁটাইয়ের তালিকায় রয়েছে ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চারের মতো বড় নামও। অস্ত্রোপচারও হয়েছে। তাই এখনও ফিট নন আর্চার। ফলে তাঁকে বয়ে বেরাতে নারাজ মুম্বই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্ট টিম। এদিকে দীর্ঘদিন মুম্বই শিবিরে অর্জুন তেন্ডুলকর থাকলেও গত মরসুমেই আইপিএলে মাঠে নামেন অর্জুন। মাত্র চারটে ম্যাচ খেলারই সুযোগ পেয়েছিলেন অর্জুন।

অর্জুন তেন্ডুলকরের পাশাপাশি আইপিএলের সবচেয়ে বড় গুঞ্জন অবশ্য হার্দিক পান্ডিয়া। পান্ডিয়ার আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সেই। ২০২২ সালের আইপিএলে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত হলে মুম্বই ইন্ডিয়ান্স থেকে গুজরাট টাইটান্সে যান হার্দিক। তাঁর নেতৃত্বে প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন হয় গুজরাট। এমনকি গত মরসুমেও ফাইনালের লড়াইয়ে ছিল গুজরাট টাইটান্স। আর এবার সেই হার্দিককেই ফের দলে ফেরানোর জন্য ঝাঁপাতে পারে মুম্বই। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর