বাজারে

রাজীব ঘোষ, ২৩ সেপ্টেম্বর: বাজারে আসছে গয়না কোম্পানির আইপিও | কীভাবে ইনভেস্ট করবেন? 

নামজাদা জুয়েলারি কোম্পানির আইপিওতে বিনিয়োগ করার সুযোগ এসেছে। যদি এই মুহূর্তে কোনও আইপিওতে টাকা ইনভেস্ট করে মোটা মুনাফা তুলতে চান, তাহলে বিনিয়োগ করতে পারেন গয়নার কোম্পানি বৈভব জেমস এন্ড জুয়েলার্স-এর আইপিওতে (Vaibhav Gems and Jewellers IPO)

এটি দক্ষিণ ভারতের বড় জুয়েলারি ব্র্যান্ড। যারা সোনার গয়না ছাড়াও বিভিন্ন ধরনের মূল্যবান রত্নের ব্যবসা করে। বৈভব জেমস এন্ড জুয়েলার্স-এর আইপিওতে ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। ৩ অক্টোবর ২০২৩ থেকে কোম্পানির শেয়ার বরাদ্দ করবে। IPO Subscription যারা পাবেন না, তাদের ৪ অক্টোবর ফেরত দেওয়া হবে। ৬ অক্টোবর শেয়ারের লিস্ট BSE ও NSE তে অনুষ্ঠিত হবে।

ফ‍্যাশন বাজারের আইপিওতে বিনিয়োগের মোক্ষম সময় | মিলবে মোটা মুনাফা

জেমস এন্ড জুয়েলার্স কোম্পানির এই আইপিও ২১ সেপ্টেম্বর ২০২৩ এই অ্যাঙ্কার ইনভেস্টারদের জন্য খোলা হয়। সেখান থেকে ৮১.০৬ কোটি টাকা কোম্পানি সংগ্রহ করেছে। AG Dynamic Fund, ছত্তিশগড় ইনভেস্টমেন্ট, এমিনেন্স গ্লোবাল ফান্ডের মত মোট ৮টি কোম্পানি এই Anchor ইনভেস্টারদের মধ্যে রয়েছে। কোম্পানির শেয়ার প্রতিটি ২১৫ টাকা মূল্যেই ইস‍্যু করা হয়েছে।

বৈভব জেমস অ্যান্ড জুয়েলার্সের আইপিওর মাধ্যমে ২১০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করা হচ্ছে। বিক্রির জন্য মোট ৬০.২০ কোটি টাকার শেয়ার ইস্যু করা হবে। কোম্পানির আইপিওর মোট আকার ২৭০.২০ কোটি টাকা। এখানে ১৫ শতাংশ শেয়ার অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আর ৩৫ শতাংশ খুচরো বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত রয়েছে। IPO প্রাইস ব্যান্ড ২০৪ টাকা থেকে ২১৫ টাকার মধ্যে ঠিক করা হয়েছে। এক সঙ্গেই আইপিওতে ৬৯ টি শেয়ার কেনা যেতে পারে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর