বন্যা

ব্যুরো নিউজ, ৮ অক্টোবর: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছেন দেব

ঘাটাল-সহ পিংলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে সাংসদ দেব। বৃষ্টি থেমে গিয়েছে, আবহাওয়ার পরিস্থিতির পরিবর্তন হয়েছে, তবে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাতাল-সহ পিংলার বিস্তীর্ণ এলাকার মানুষের অবস্থা করুন।

সিবিআই তল্লাশির বিরুদ্ধে ফিরহাদের ক্ষোভ
ত্রাণ শিবিরগুলিতে আশ্রয় নিয়েছেন প্রচুর মানুষ। একদিকে রয়েছে অকাল বর্ষণ, অপরদিকে ডিভিসির জল ছড়ার কারণে সবথেকে খারাপ পরিস্থিতি ঘাটালে। ঘাটাল-সহ পিংলা ও সবং ব্লকের ভেমুয়ার ১০টি গ্রাম এখনও জলের তলায়।

জেলার বিভিন্ন নদীগুলির দুইকূল ছাপিয়ে চারিদিকে শুধুই বন্যার ছবি। ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত।পুর ও গ্রামীণ এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, ঘরবাড়ি জলে ডুবেছে। বর্তমানে ওই এলাকার মানুষদের একমাত্র যাতায়াতের মাধ্যম হলো নৌকো।

রবিবার ঘাটালের বিভিন্ন প্লাবিত ও ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব।
এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “ঘাটালবাসীরা জানেন, আমাদের সরকার গত ১৩ বছরে কীভাবে নদীকে কেটে বড় করা হয়েছে বা পরিষ্কার করা হয়েছে। ১৪সালের পরেও ঘাটালে আগে তিন- চারবার বন্যা হতো। এখন বন্যা একবার হচ্ছে। যেদিন থেকে বন্যা হয়েছে সেদিন থেকেই প্রশাসনের আধিকারিক-সহ স্থানীয় নেতৃত্বদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে খবরা-খবর নিয়েছি। তবে গত কয়েক দিনে এলাকায় ভয়াবহ পরিস্থিতি থেকে কয়েক ফিট জল নেমেছে। আমাদের সরকার সর্বত্রভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিশুদের খাবার, প্রয়োজনীয় ওষুধ-পত্র যোগান দেওয়া। পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও যথেষ্ট তৎপর রয়েছেন।”

এরই পাশাপাশি তিনি আরও জানান, “এটা আমার একার লড়াই বা তৃণমূলের লড়াই নয়, এটা ঘাটালবাসীর লড়াই। শাসক-বিরোধী সব দলকেই এগিয়ে আসতে হবে।

এদিন বিজেপি বিধায়ক শীতল কপাটকে উদ্দেশ্য করে তিনি বলেন, “বিজেপির নির্বাচিত বিধায়ক তাঁরও এগিয়ে আসা উচিৎ। তাঁরও কিছু প্রস্তাব রাখা উচিৎ। কেন্দ্র সরকারের প্রতিনিধিদের ও দেখা উচিৎ, যে এখানে ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি কেনও করা হচ্ছে। এই পরিস্থিতিতে তাঁরা এলে অবশ্যই বুঝতে পারবেন ঘাটালবাসী কতটা খারাপ পরিস্থিতিতে আছেন।”

এদিন তিনি নৌকায় করে ঘাটালের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।  জল বন্দি মানুষদের ত্রান বিলি বন্টন করেন। পাশাপাশি খড়ার সূর্য কুমার হেমাঙ্গিনী হাইত বিদ্যালয়ের ভগ্নপ্রায় বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন সাংসদ দীপক অধিকারী (দেব)।

এদিন তিনি স্কুলের প্রধান শিক্ষিকা ও খড়ার পুরসভার কাউন্সিলরকে স্কুলটির নির্মাণের জন্য অর্থ প্রদান করবেন বলে প্রতিশ্রুতিও দেন। সাংসদ ছাড়াও ছিলেন জেলার একাধিক তৃণমূল নেতৃত্ব ও পুলিশ আধিকারিকরা। বিকেলে দেব ঘাটাল থেকে পিংলায় যান, সেখানে গিয়ে বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন, জল বন্দি মানুষদের মধ্যে ত্রান বিলির জন্য মালিগ্রাম অঞ্চলের কেলেয়াড়া এলাকার একটি শিবিরে উপস্থিত হন। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর