ইভিএম নিউজ ব্যুরো, ২৩ঃ (Latest News) ফের যাত্রী ভোগান্তি, আগামী ২০ দিন বাতিল শিয়ালদহ শাখার বেশ কিছু ট্রেন
ফের ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা। পূর্ব রেলের তরফ থেকে জানন হয়েছে , ডাঙ্কুনি-খড়গপুর শাখার ৬ নম্বর জাতীয় সড়কের ওপর একটি ওভারব্রীজের কাজের জন্য ওই লাইনে প্রতিদিন ২৪০ মিনিট রেলের ওভারহেডের তারে বিদ্যুৎ সংযোগ থাকবে না। ফলে আগামী ২০ দিন শিয়ালদহের দুই শাখার বেশকিছু ট্রেন বাতিল করা হবে।
আগামী বুধবার অর্থাৎ ২৪ মে থেকে ১২ জুন পর্যন্ত শিয়ালদহ- ডানকুনি ও শিয়ালদহ-বারুইপাড়া শাখার বেশকিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছারাও বেশকিছু দূরপাল্লা ট্রেন দেরিতে চলবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
. যে লোকাল ট্রেন গুলো বাতিল থাকবে সেগুলো হল-
১) ডানকুনি থেকে ৩২২৪৮, ৩২২৫০,৩২৪১৩ নম্বর ট্রেন।
২) শিয়ালদহ থেকে ৩২২৪৫, ৩২২৪৭ নম্বর ট্রেন ।
৩) বারুইপাড়া থেকে ৩২৪১৪ নম্বর ট্রেন।
. যে যে মেল এবং এক্সপ্রেস গুলো দেরিতে চলবে তা হল-
১) ২৪ মে থেকে ৭ জুনঃ ৯০ মিনিট দেরিতে চলতে পারে
১২২৫৪ আঙ্গা এক্সপ্রেস।
২) ৫ জুনঃ ৯০ মিনিট দেরিতে চলতে পারে ১৫২২৮ মুজফরপুর-এসএমভিডি বেঙ্গালুরু এক্সপ্রেস।
৩) ৩১ মে, ২ জুন, ৯ জুন, ১১ জুনঃ ৫০ মিনিট দেরিতে চলতে পারে ২২২০২ পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস।
৪) ২৯ মে, ১ জুন, ৮ জুন এবং ১২ জুনঃ রেল সূত্রে জানানো হয়েছে, দ্বারভাঙা স্টেশন থেকে দুপুর ৩টে ৪৫ মিনিটের বদলে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছাড়বে ১৫২৩৪ দ্বারভাঙা-কলকাতা এক্সপ্রেস ট্রেনটি। (EVM News)