ব্যুরো নিউজ, ২৬ ডিসেম্বর: ফিফায় শাস্তির আশঙ্কা ব্রাজিলের
৫ বারের বিশ্বকাপ বিজেতা ব্রাজিলকে ফিফা সাসপেন্ড করে দিতে পারে। চলতি বছরের শুরুতে ব্রাজিল ফুটবল ফেডারেশনে নির্বাচনের পর নতুন প্রেসিডেন্ট পদে এসেছেন এডনাল্ডো রদ্রিগেস। কিন্তু এডনাল্ডোর বিরুদ্ধে কিছু অনৈতিক কাজের অভিযোগ ওঠে। ফলে রিও হাইকোর্ট এডনাল্ডোকে সরে যাওয়ার নির্দেশ দেয়।
দঃ আফ্রিকায় টেস্ট জিততে মরিয়া রোহিত
যা জানার পরে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে ফিফা সতর্ক করে বলে, যদি এডনাল্ডোকে সরানো হয় তবে ফিফা ব্রাজিলকে সাসপেন্ড করতে পারে। কারণ কোন ফেডারেশনের কাজকর্মে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ফিফা বিরোধী। ফলে আগামী দিনে ব্রাজিলের ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে চলছে প্রবল চাপানউতোর। ইভিএম নিউজ