ব্যুরো নিউজ, ০৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিজেপি বিরোধী দল শাসিত রাজ্যের ট্যাবলো
আগামী ২৬ শে জানুয়ারি দিল্লির রাজপথে অনুষ্ঠিত হতে চলেছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। এ বারের কুচকাওয়াজের থিম ‘বিকশিত ভারত’। এই কুচকাওয়াজে দেখা যাবে ১৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ট্যাবলো। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ, দিল্লি ও পাঞ্জাবের ট্যাবলো এই কুচকাওয়াজ থেকে আগেই বাদ হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের তরফে রাজ্যে নারী শিক্ষা থেকে কন্যাশ্রী প্রকল্প পর্যন্ত যাত্রা সম্বলিত ট্যাবলোর নকশা পাঠানো হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রকের কাছে, যা তাঁরা খারিজ করে দিয়েছে। আর এইবার চূড়ান্ত তালিকা তৈরির করার পর দেখা গিয়েছে, ১৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কেবলমাত্র ৩ টি বিজেপি বিরোধী দল শাসিত রাজ্যের ট্যাবলো থাকবে।
শাহজাহানকে ধরতে রাজ্য প্রশাসনের সাথে যোগাযোগের চেষ্টা ইডির। দাবি কুণালের
এই ৩ টি রাজ্য হল কংগ্রেস শাসিত তেলেঙ্গানা, জি এম এম- কংগ্রেস শাসিত ঝাড়খন্ড ও ডিএমকে-র জোট শাসিত তামিলনাড়ু। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আগামী ২৬ শে জানুয়ারি দিল্লির রাজপথে ১৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ট্যাবলো প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ বাদে বাকি ১৫ টি রাজ্যের মধ্যে ১০ টি বিজেপি বা বিজেপির জোট সরকার শাসিত রাজ্য। এর মধ্যে গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র আছে। তারসঙ্গে আছে বিজেপির ক্ষমতায় আসা ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ ও রাজস্থান।
বিরোধী শাসিত তেলেঙ্গানা, তামিলনাড়ু, ঝাড়খন্ড বাদে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের ট্যাবলো থাকছে এই কুচকাওয়াজে। বিরোধীদের অভিযোগ, এইসব রাজ্যের শাসকদল সবসময় বিজেপির সঙ্গে বোঝাপড়া করে চলে। ইভিএম নিউজ