ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর: পুরসভা হতে চলেছে উত্তরপাড়া বিধানসভার ২ পঞ্চায়েতসাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ার পথে। পুরসভা হতে চলেছে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের দুটি গ্রাম পঞ্চায়েত। একটি কানাইপুর গ্রাম পঞ্চায়েত ও অন্যটি রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত। রাজ্যে জাল লটারি গুদামের হদিশ!
দীর্ঘদিনের দাবি মেনে পুরসভা হতে চলেছে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের দুই গ্রামপঞ্চায়েত। জানা যাচ্ছে, উত্তরপাড়া কোতরং পুরসভার সঙ্গে যুক্ত হবে কানাইপুর ও রঘুনাথপুর পঞ্চায়েত। ইতিমধ্যেই দুই পঞ্চায়েতে পৌঁছেছে প্রস্তাব। এই খবর মিলতেই খুশির হাওয়া কানাইপুর ও রঘুনাথপুর পঞ্চায়েত এলাকার মানুষের মধ্যে।
উত্তরপাড়া পুরসভার পুর -পারিষদ ইন্দ্রজিৎ ঘোষ বলেন, ২০২২ সালেই তাদের পুরসভার পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে, কানাইপুর ও রঘুনাথপুর পঞ্চায়েত দুটি তাদের পুরসভার সংলগ্ন হওয়ায় এই দুই পঞ্চায়েতকে উত্তরপাড়া পুরসভার সঙ্গে যুক্ত করে দেওয়া হোক। এবার সেই প্রস্তাবই বাস্তবায়িত হওয়ার পথে। ইভিএম নিউজ


সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ার পথে। পুরসভা হতে চলেছে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের দুটি গ্রাম পঞ্চায়েত। একটি কানাইপুর গ্রাম পঞ্চায়েত ও অন্যটি রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত।
উত্তরপাড়া পুরসভার পুর -পারিষদ ইন্দ্রজিৎ ঘোষ বলেন, ২০২২ সালেই তাদের পুরসভার পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে, কানাইপুর ও রঘুনাথপুর পঞ্চায়েত দুটি তাদের পুরসভার সংলগ্ন হওয়ায় এই দুই পঞ্চায়েতকে উত্তরপাড়া পুরসভার সঙ্গে যুক্ত করে দেওয়া হোক। এবার সেই প্রস্তাবই বাস্তবায়িত হওয়ার পথে। ইভিএম নিউজ















