পুজোর

ব্যুরো নিউজ, ১২ অক্টোবর: পুজোর আনন্দে বাধ সাধবে বৃষ্টি?

পুজোতে বৃষ্টি হবে কি না, কম বেশি মোটামুটি আমরা সবাই এই বিষয়ে চিন্তিত ছিলাম। বছরে একবার তাও আবার বাঙ্গালির শ্রেষ্ঠ পুজো ‘দুর্গাপুজো’। এই সময় বৃষ্টি হলে কচি থেকে বয়স্ক সকলেরই মন খারাপ হওয়া স্বাভাবিক। তবে এইবার কার্যত খুশির খবরই দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে পুজোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক কম। আজকের মধ্যেই রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে। মহালয়ার দিনও দঃ বঙ্গে শরতের আকাশ পরিষ্কার থাকবে। তবে উঃ বঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মহালয়ার দিন পরিষ্কার আকাশ থাকায় নিশ্চিন্তে তর্পণ করা যাবে।

জানেন ১৫০ বছরের সরদার পরিবারের পুজোর ঐতিহ্য?

ঝারখণ্ড, বিহার ও ছত্তিশগর লাগোয়া যে জেলাগুলো আছে সেইসব জেলায় দিনে ও রাতে আবহাওয়ার একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আজ ও আগামীকালের মধ্যে বর্ষা বিদায় নেওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে। দঃ পঃ মৌসুমি বায়ু বিদায় নেওয়ার ফলে উঃ ও পূর্বের হাওয়া ক্রমশ বৃদ্ধি পাওয়ার ফলে মেঘমুক্ত ঝলমলে আকাশ চোখে পরেছে। দঃ বঙ্গে আগামী কয়েকদিন এইরকম আবহাওয়া থাকবে। উঃ বঙ্গে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টিও কিছুটা হলেও কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইভিএম নিউজ   

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর