রামলালার

ব্যুরো নিউজ, ২৯ ডিসেম্বর: পায়ে হেঁটেই রামলালার দর্শনের উদ্দেশ্যে পারি রামভক্ত শবনমের 

যাত্রা শুরু মুম্বাই থেকে। গন্তব্য অযোধ্যার নবনির্মিত রামলালার মন্দির। উদ্দেশ্য একটাই। ২২ তারিখ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান স্বচক্ষে দেখা। তাই মুম্বই থেকে দেড় হাজার কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছেন মুম্বইয়ের বাসিন্দা শবনম শেখ। এই যাত্রায় তাঁর সঙ্গী অপর দুই রামভক্ত রমন শর্মা ও বিনীত পাণ্ডে। তাদের সঙ্গে করে ৫ দিন হেঁটে ফেলেছেন শবনম। তাঁর আশা তিনি যথা সময় আযোধ্যায় পৌছবেন।

ওয়াইএসআরসিপি- তে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ডু

পথে সাধারণ মানুষ তাঁদের স্বাগত জানাচ্ছে মালা ও উত্তরীয় দিয়ে। কেউ বা তাঁদের হাতে তুলে দিচ্ছেন ফল ও মিষ্টি। মানুষের এমন আবেগ দেখে আপ্লুত শবনম ও তাঁর সঙ্গীরা। মুসলিম হলেও বরাবরই তিনি রাম ভক্ত। শবনম তাঁর ইনস্টাতে যাত্রা পথের নিয়মিত আপডেটও দিচ্ছেন। চলতে চলতে তাঁর জুতোও ছিঁড়ে গিয়েছে। তবুও চলা থেমে যায়নি।

তাঁর কথায়, ‘রামের উপাসনা করতে গেলে সমস্ত সীমানা তুচ্ছ হয়ে যায়। শুধু হিন্দুরাই রামের ভক্ত হতে পারেন, এমনটা মোটেই নয়। ভালো মানুষ হলেই রামের আরাধনা করা যেতে পারে’। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর