অরূপ পাল,২৩ মার্চ: স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়া এবং ভারত সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ সাইক্লিস্ট অ্যাসোসিয়েশন এবং কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজের উদ্যোগে সাতটি রাজ্যের মহিলা দলকে নিয়ে রোড সাইক্লিং চ্যাম্পিয়ষশীপ আয়োজিত হতে চলেছে আগামী ২৫ ও ২৬ মার্চ। স্থান নিউটাউন।
বুধবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্য সাইকেল সংস্থার সচিব অভিজিৎ শেঠ ও কে.এস.সি.এইচ এর সভাপতি অর্পিতা মুখার্জি। প্রতিযোগিতায় অংশ নেওয়া রাজ্যগুলি হল মনিপুর,আসাম,ঝাড়খন্ড,বিহার, ওড়িশা, ইউপি ও বাংলা। প্রতিযোগিতায় ব্যবহৃত হবে ইলেট্রনিক টাইমিং সিস্টেম।