রাজীব ঘোষ, ২৫ অক্টোবর: দুর্দান্ত বিজনেস! শুরু করলেই মালামাল হয়ে যাবেন
দুর্গোৎসব শেষ। এবার ফের দৈনন্দিন জীবন সংগ্রামে নেমে পড়ার পালা। শুরু হয়ে যাবে টাকা উপার্জনের লড়াই। আর বেঁচে থাকতে গেলে এই জীবনের সংগ্রাম চালিয়ে যেতেই হবে। সকলেই একটু ভালোভাবে জীবন যাপন করার জন্য আয়ের একাধিক পথ খুঁজতে থাকেন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো ছোটখাটো চাকরি বা কাজ করেন, তাহলে তার পাশাপাশি পার্টটাইমে এমন কিছু ব্যবসা আছে যা করলে এক্সট্রা ইনকাম হতে পারে।
সঞ্চয় করুন সরকারি স্কিমে! মেয়াদ শেষে পাবেন মোটা অঙ্কের টাকা
তাই এবার এখানে এমন একটি ব্যবসার কথা জানানো হবে, যাতে চাকরির পাশাপাশি ব্যবসাটি শুরু করতে পারেন। ব্যবসাটি হল, মোবাইল ফোন কভারের ব্যবসা (Mobile Phone Cover Business)
এই মুহূর্তে যতসংখ্যক মোবাইল ফোন রয়েছে তার থেকে বহু গুণ বেশি মোবাইল ফোন কভারের চাহিদা রয়েছে। আর বিক্রিও হয় প্রচুর। সকলেই ট্রেন্ডি রঙের মোবাইল কভার পছন্দ করে। যদি নিত্য নতুন স্টাইলে বা ডিজাইনে মোবাইল কভার প্রিন্ট করতে পারেন, তা মার্কেটে বিরাট জনপ্রিয় হয়ে যাবে। মোবাইল ফোন কভার শুধুমাত্র সৌন্দর্য বা স্টাইলের জন্যই নয়, মোবাইল সুরক্ষিত রাখার জন্যও কভারের প্রয়োজন।
তবে মোবাইল ফোন কভারের ব্যবসা শুরু করতে গেলে একটি ছোট্ট জায়গায় ল্যাপটপ বা কম্পিউটার এবং কিছু ছোট মেশিনের প্রয়োজন। সেই মেশিনগুলোর দ্বারা ৩ থেকে ৪টি মোবাইল কভার প্রিন্ট করা যায়। এছাড়া প্রয়োজন হবে রং এবং প্লাস্টিকের। তাছাড়া আনুষঙ্গিক যা জিনিস লাগবে এই ব্যবসা শুরু করার জন্য তাতে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা বিনিয়োগ করলেই এই মোবাইল কভার ব্যবসা শুরু করতে পারবেন।
এই ব্যবসা একবার শুরু হয়ে গেলে আয় যথেষ্টই ভালো হবে। যদি একটি ভালো ব্র্যান্ড তৈরি করে ব্যবসা করতে পারেন, প্যাকেজিং উন্নত করেন এবং মার্কেটিং এর প্রচার সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দিতে পারেন, তাহলে আপনার তৈরি প্রোডাক্ট বাজারে যথেষ্ট চাহিদা পাবে। মোবাইলের পিছনের কভারটি প্রিন্ট করতে ১০ মিনিট সময় লাগে। ফলে এই ব্যবসা শুরু করতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। পাশাপাশি ব্যাপক চাহিদাও রয়েছে। আর এই মুহূর্তে যথেষ্ট লাভজনক ব্যবসা এটি। ইভিএম নিউজ