ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর: দুয়ারে শীত? কি বলছে হাওয়া অফিস?

শহরে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। তাপমাত্রার পারদও আস্তে আস্তে কমছে। আগামী কিছু দিন ধরে কুড়ির নিচেই রয়েছে শহরের তাপমাত্রা। আলিপুর আবফাওয়া দফতর জানিয়েছে, আগামী তিনদিনে রাজ্যের তাপমাত্রা আরও কমতে চলেছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ পতন লক্ষ্য করা যাবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সপ্তাহের শেষে আরও কিছুটা নামবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। অর্থাৎ শেষমেশ বঙ্গবাসীর অপেক্ষার অবসান হতে চলেছে। বঙ্গে পরতে চলেছে জাঁকিয়ে শীত। চলতি সপ্তাহেই ২-৩ ডিগ্রী তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

প্রতিভার সন্ধানে জেলা পুলিশের উদ্যোগে ফুটবল কোচিং
দঃ বঙ্গের জেলার মধ্যে শহর কলকাতার তাপমাত্রা খুব শীঘ্রই ১-২ ডিগ্রী কমবে। দঃ বঙ্গের বাকি জেলা যেমন উঃ ২৪ পরগনা, দঃ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ওইসব জেলার আবহাওয়া শুষ্কই থাকবে। তবে চলতি সপ্তাহে শহর কলকাতার তাপমাত্রা ১৮-২০ এর আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কিন্তু কোন সম্ভাবনা নেই। তবে সপ্তাহের শেষে সামান্য হলেও তাপমাত্রার ভোলবদল ঘটতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী কম ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.৬ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি। বাতাসে জলীয় বাষ্পে আদ্রতার পরিমান সর্বোচ্চ থাকবে ৯৩ শতাংশ ও সর্বনিম্ন থাকবে ৫১ শতাংশ।

দঃ বঙ্গের পাশাপাশি আপাতত উঃ বঙ্গের দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উঃ দিনাজপুর, দঃ দিনাজপুর, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা নেই। ওই জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে। ইভিএম নিউজ

















