ইভিএম নিউজ, ২৫ ফেব্রুয়ারিঃ ছয় বন্ধু একসঙ্গে বেড়াতে গিয়েছিল। পাঁচ বন্ধু ফিরলেও ঘরে ফেরা হল না গোপালপুরেরে বাসিন্দা ২২ বছরের শুভঙ্কর দত্তের। শুক্রবার মাইথনের অমর ঝর্নায় তলিয়ে যান শুভঙ্কর। বরাত জোরে রক্ষা পাওয়া এক বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন। কি হয়েছিল শুক্রবার?

সোনু রায় নামে প্রত্যক্ষদর্শী বলেন, মাইথন ঘুরতে এসছিল ৬ জন যুবক। ঘুরতে এসে অমর ঝর্ণায় স্নান করতে যায় তারা। আর তখনই পা পিছলে তলিয়ে যান ওই ছয়জন। এই ছয়জনের মধ্যে দুজন গভীর জলে তলিয়ে যান। একজনকে উদ্ধার করা গেলেও অপরজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে তাঁদের সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালেই একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ সূত্রে খবর, ঝর্ণার জলে নৌকা নিয়ে খোঁজার ব্যবস্থা করা হয়। পরে শুভঙ্করকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

প্রসঙ্গত, পর্যটকদের আকর্ষণের অন্যতম জায়গা হয়ে উঠেছে বিপজ্জনক এই অমর ঝর্ণা।  দূর-দুরান্ত থেকে অনেকে আসেন বিয়ের প্রি-ওয়েডিং ছবি তুলতে। কেউ কেউ ঝর্ণা দেখতে এবং ঝর্ণার জলে স্নান করতেও আসেন। এলাকার বাসিন্দাদের ক্ষোভ ডিভিসির কর্তৃপক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তার কোনও ব্যবস্থা করা হয় না। তাই মাঝে মধ্যেই নানা দুর্ঘটনা ঘটে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর