
ঝর্ণার জলে তলিয়ে গিয়ে মৃত্যু
ইভিএম নিউজ, ২৫ ফেব্রুয়ারিঃ ছয় বন্ধু একসঙ্গে বেড়াতে গিয়েছিল। পাঁচ বন্ধু ফিরলেও ঘরে ফেরা হল না গোপালপুরেরে বাসিন্দা ২২ বছরের শুভঙ্কর দত্তের। শুক্রবার মাইথনের অমর ঝর্নায় তলিয়ে যান শুভঙ্কর। বরাত জোরে রক্ষা পাওয়া এক বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন। কি হয়েছিল শুক্রবার? সোনু রায় নামে প্রত্যক্ষদর্শী বলেন, মাইথন ঘুরতে এসছিল ৬ জন যুবক। ঘুরতে এসে অমর ঝর্ণায় স্নান করতে যায় তারা। আর