ব্যুরো নিউজ, ১২ অক্টোবর: জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ চিটফান্ড কোম্পানির এজেন্টদের

 

কিছু প্রয়োজনীয় দাবি নিয়ে জেলাশাসকের কাছে গেলেন অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মীরা। আমানতকারীদের টাকা ফেরত, ও ঘর ছাড়া এজেন্টদের সঠিক নিরাপত্তার ব্যবস্থা সহ ছয় দফা দাবি নিয়ে জেলাশাসকের কাছে গেলেন তারা। ছয় দফা দাবি নিয়ে এদিন ডেপুটেশন জমা দেন তারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল

এদিন নদীয়ার কৃষ্ণনগরে জেলাশাসক দফতরের সামনে তারা বিক্ষোভ দেখায়। পরবর্তীকালে জেলা শাসকের কাছে একটি ছয় দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দেন তারা। এদিন গোটা রাজ্যজুড়েই বিভিন্ন জেলার জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয়। তাদের মূল দাবি, যে সমস্ত চিটফান্ড কোম্পানিতে এজেন্টরা কাজ করতেন সেই সব এজেন্টদের মধ্যে বর্তমানে হাজার হাজার এজেন্ট ঘর ছাড়া রয়েছে। পাশাপাশি অনেক আমানতকারী রয়েছে যারা এখনো চিটফান্ডের টাকা ফেরত পায়নি। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর