জেলা

ব্যুরো নিউজ, ৭ ডিসেম্বর: জেলা, রাজ্যের পর দিল্লী জয়ের স্বপ্ন মালদার মেয়ের

নিতান্তই অভাবের সংসার, পেটে খিদে নিয়েই চোখে স্বপ্ন বিস্তর। আর সেই স্বপ্নই আজ দিল্লী জয়ের আশাকে আরও ইন্ধন জুগিয়েছে।

বিশেষ চাহিদা সম্পন্নদের সঠিক পথে চালনায় বিশেষ উদ্যোগ

মালদার মেয়ে পাখি হালদার। বাবার মৃত্যুর পর মা আর ছোটো ভাইকে নিয়ে অভাবের সংসার পাখির। সংসার চালাতেই শহরের এক লেডিজ বিউটি পার্লারে কাজ শুরু করেন পাখি। এরপর নিজের পার্লার করার সিদ্ধান্ত নেন তিনি। এরপর মালদা শহরের কৃষ্ণকালী তলা ভকেশনাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের জন্য যান পাখি। সেখানে বিভিন্ন বৃত্তিমূলক কাজের প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানেই  এমব্রয়ডারির কাজ সিখতে শুরু করেন তিনি। আর সেই কাজই তাকে এনে দেয় সাফল্যের সিঁড়ি।

জেলা শিল্প কেন্দ্রে তার নাম নথিভুক্ত হয়। এরপর মালদা জেলা শিল্পকেন্দ্রে হস্তশিল্পের প্রদর্শনী ও প্রতিযোগিতাতে প্রথমস্থান অধিকার করে তার হাতে তৈরি এমব্রয়ডারির একটি ওড়না। এরপর কলকাতা হস্তশিল্প মেলা ও প্রতিযোগিতাতে প্রথমস্থান অধিকার করে পাখির সুচে সেজে ওঠা সেই ওড়না। রাজ্যস্তরের এই প্রতিযোগিতা জেতার পর পাখির পরের উড়ান দিল্লী। এবার পাখির শিল্প অংশ নেবে দিল্লির হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতায়। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর