শুট

ব্যুরো নিউজ, ১৩ অক্টোবর: চিনাকুড়িতে ব্যবসায়ীর শুট আউট মামলায় ধৃত ১

চিনাকুড়িতে ব্যাবসায়ীর শুট আউট মামলায় গ্রেফতার আসামি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকার চিনাকুড়িতে বুধবার সকালে শুট আউটের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার অভিযুক্ত।

জানা যায় চিনাকুড়ির বাসিন্দা এম.ডি শামীমকে গ্রেফতার করে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।

আগ্নেয়স্ত্র-সহ গ্রেফতার ৫ দুষ্কৃতী 

প্রসঙ্গত, বুধবার সকালে চিনাকুরি ৩ নম্বর এলাকায় একটি শুট আউটের ঘটনায় এক ব্যক্তি মারা যায়। মৃত ব্যক্তির বয়স ৫৫-র শম্ভুনাথ মিশ্র। বুধবার সকালে চিনাকুড়ি ৩ নম্বর মোড়ে দাড়িয়েছিল শম্ভুনাথ মিশ্র ।সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে শম্ভুনাথকে লক্ষ্য করে পরপর গুলি চালায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী। গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করে। এরপরেই নরেচরে বসে কুলটি পুলিশ। তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সকালে আসানসোল আদালতে তোলা হয় অভিযুক্তকে। অনুমান করা হচ্ছে সুদের টাকা নেওয়াকে কেন্দ্র করে এই বিবাদ। জানা যায়, এমডি শামীম সুপারি কিলার দিয়ে হত্যা করিয়েছে শম্ভুনাথ মিশ্রাকে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর