রাজীব ঘোষ, ৭ সেপ্টেম্বর: গ্লোবাল ব্যাঙ্কার রিপোর্টে শীর্ষে RBI | অভিনন্দন মোদীর।
ভারতের অর্থনীতিতে আমেরিকার ব্যাঙ্কার রিপোর্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এনেছে। ২০২৩ সালের গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল ব্যাঙ্কার রিপোর্টে (Global Finance Central Banker Report) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস A+ Grade পেয়েছেন। আর এই স্বীকৃতি পেয়েই গর্বিত হয়েছে আরবিআই। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী RBI গভর্নরকে অভিনন্দন জানিয়েছেন।
লোন নিলে ছুতোনাতা দিয়ে টাকা তোলা যাবে না: RBI
সম্প্রতি আমেরিকার গ্লোবাল ফিনান্স ম্যাগাজিনের পক্ষ থেকে ২০২৩ সালের গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল ব্যাঙ্কার রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে, বিশ্বের ৩ জন গভর্নর A+ গ্রেড পেয়েছেন। আর সেই তিনজন গভর্নরের মধ্যে শীর্ষে রয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। আর এর পরেই RBI-এর তরফে টুইট করে শুভেচ্ছা জানানো হয়েছে।
RBI-এর গভর্নর শক্তিকান্ত দাসের গ্লোবাল ফিনান্স ব্যাঙ্কার রিপোর্টে A+ গ্রেডে শীর্ষে স্বীকৃতি পাওয়ার খবরে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Twitter ও LinkedIn-এ তিনি এই নিয়ে পোস্ট করেছেন। লিঙ্কডইনে মোদী লিখেছেন, “RBI গভর্নর শক্তিকান্ত দাসকে গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল ব্যাঙ্কার রিপোর্ট কার্ডস ২০২৩ A+ গ্রেড পাওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। A+ Grade পাওয়া ৩ গভর্নরের মধ্যে শীর্ষস্থানে থাকা গর্বের বিষয়। এটা ভারতের জন্য গর্বের মুহূর্ত। তাঁর নিষ্ঠা, দূরদর্শিতা আমাদের উন্নয়নকে আরও পোক্ত করবে”।
গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল ব্যাঙ্কার রিপোর্ট প্রকাশের পর RBI-এর তরফে টুইটারে লেখা হয়েছে, আনন্দের সঙ্গে ঘোষণা করছি, গভর্নর শক্তিকান্ত দাস গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল ব্যাঙ্কার রিপোর্টে A+ গ্রেড পেয়েছেন। যে তিনজন গভর্নর A+ পেয়েছেন, RBI-এর গভর্নর শক্তিকান্ত দাস তার মধ্যে শীর্ষে। এছাড়াও সুইজারল্যান্ডের গভর্নর থমাস জে জর্ডন ও ভিয়েতনামের গভর্নর গুয়েন থি হং A+ পেয়েছেন। ইভিএম নিউজ