জঙ্গল

ব্যুরো নিউজ, ১৮ নভেম্বর: গ্রামের জঙ্গল থেকে এক ব্যক্তির পোড়া দেহাংশ উদ্ধার

 

শুক্রবার সকালে একটি গ্রামের জঙ্গল থেকে এক ব্যক্তির পোড়া দেহাংশ উদ্ধার হয়। ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার পঞ্চবটি গ্রাম এলাকায়। ওই পোড়া দেহাংশ উদ্ধার হওয়াকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

নিয়োগ দুর্নীতি: সুপ্রীম নির্দেশে নয়া বেঞ্চ

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, কালীপুজোর সময় ওই ব্যক্তিকে নরবলি দিয়ে তাঁর দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। যদিও জেলা পুলিশের কর্তারা নরবলির তত্ত্ব মানতে নারাজ।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার সকালে কাজে যাওয়ার সময় পঞ্চবটি গ্রামের সিআইএসএফ ক্যাম্প থেকে কিছুটা দূরে একটি জঙ্গলের মধ্যে এক ব্যক্তির পোড়া দেহাংশ পড়ে থাকতে দেখেন কিছু লোকজন। পোড়া দেহাংশের থেকে কিছুটা দূরে ওই ব্যক্তির জামা প্যান্ট পাওয়া যায়। দেহাংশ উদ্ধার করে পুলিশ। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, ওই ব্যক্তির মৃত্যু কিভাবে হয়েছে তা জানার জন্য দেহাংশগুলো ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর