ধরে
ব্যুরো নিউজ, ৫ অক্টোবর: গরুর লেজ ধরে কূল হারালেন বৃদ্ধ


গরুতে ভরসা করেই ডুবলো আপাদমস্তক। নদী পেরতে সারথি গরু, আর মাঝ নদীতেই হাত ফোসকে সটান জলে। গোরুর লেজ ধরে দামোদর নদ পেরোতে গিয়েই বিপত্তি। জলের স্রোতে হাত ফোসকে 'হাবুডুবু'। 
দশম শ্রেণীর পড়ুয়ার মৃত্যু
জানা যায়, পূর্ব বর্ধমানের গলসি থানার সোঁদা গ্রামের বাসিন্দা সখা রুইদাস। বৃহস্পতিবার তিনি মাঝের মানাতে দুটি গরু চড়াতে যান। মাঝের মানা হল গলসির শিকারপুরের কাছে দামোদরের মাঝে তৈরি হওয়া একটি চর। নদের উত্তর দিকে গরু দুটিকে জলে নামিয়ে লেজ ধরে নদী পার হওয়ার চেষ্টা করেন তিনি। তখনই হাত ফোসকে জলের তোড়ে ভেসে যান বৃদ্ধ। 


টানা বৃষ্টিতে জল বেড়েছে নদের পাশাপাশি দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ায় দামোদরে বেড়ে গিয়েছে জলের তোর। ইতিমধ্যেই এই চরে বসবাসকারীদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন। সেই পরিস্থিতিতে প্রবল স্রোতে ভেসে যান বৃদ্ধ সখা রুইদাস।
ঘটনায় গলসি থানায় খবর দেয় স্থানীয়রা। বৃদ্ধকে খুজতে কাজ করছে বিপর্যয় মোকাবিলা টিম। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর