ব্যুরো নিউজ, ৩১ ডিসেম্বর: গরীব-দুঃস্থ ও শারীরিক অক্ষম ব্যক্তিদের জন্য উদ্যোগ
একটি হাসপাতালের ভিত্তিপ্রস্ত ও একটি এম্বুলেনস প্রদান করা হল আজ। পাশাপাশি এলাকার গরীব-দুঃস্থ ও শারীরিক অক্ষম ব্যক্তিদের সেলাই মেশিন, হুইল চেয়ার, কম্বল এবং পশু পালনের জন্য ছাগল বিতরণ করা হল কমলপুর মাদ্রাসা দারুল উলুম নিজামিয়াহতে।
কেন্দ্রের নয়া পরিবহণ আইনের প্রতিবাদ | ট্রাক চালকদের বিক্ষোভে উত্তপ্ত ডানকুনি
অ্যাক্ট অফ কাইন্ডনেস চ্যারিটি নামের এক লন্ডনের সংস্থার পক্ষ থেকে আজ নন্দীগ্রাম ২ ব্লকের কমলপুরের ‘কমলপুর মাদ্রাসা দারুল উলুম নিজামিয়াহ’ তে ওই এলাকার সাহায্যার্থে একটি হাসপাতালের ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয়। হাসপাতালে একটি এম্বুলেনসে- সহ এলাকার গরীব-দুঃস্থ শারীরিক অক্ষম ব্যক্তিদের সেলাই মেশিন, হুইল চেয়ার,কম্বল প্রদান করা হয়। এমনকি পশু পালনের জন্য ছাগল বিতরণ করা হয়।
হযরত মাওলানা এনামুল হাসান সাহেব নামের ব্যাক্তি তিনি জন্ম সূত্রে ভারতীয় হলেও বর্তমানে লন্ডনের বাসিন্দা। তিনি তার নিজস্ব উদ্যোগে এই কর্মসূচি নেন। এছাড়া উপস্থিত ছিলেন নন্দীগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সহ- সভাপতি মমতা পাত্র, মাদ্রাসার প্রধান শিক্ষক কারি হাসান সাহেব, বিশিষ্ট সমাজ সেবি আব্দুস সামাদ সাহেব-সহ এলাকার বিশিষ্ট জনেরা। ইভিএম নিউজ