ইভিএম নিউজ ব্যুরো, ৮ অগাস্টঃ (Latest News) খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে নিষিদ্ধ কাপ সিরাপ সহ গ্রেফতার ১ ব্যক্তি। খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তের পানিট্যাংকির গৌরসিং জোতে ঘটনা। ধৃত ব্যক্তির নাম উৎপল দাস (২৬) গৌড়সিং জোতের বাসিন্দা।
জানা গিয়েছে, সোমবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ধৃত ব্যক্তির গোডাউনে হানা দেয় খড়িবাড়ি থানার পুলিশ। পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে ব্যর্থ হয় উৎপল ।এরপরে গোডাউন থেকে ৪১টি কাপ সিরাপ ও প্রায় ভারতীয় ১ লক্ষ ২০ হাজার টাকা সহ নেপালি ৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। পরে ধৃত ব্যক্তিকে গ্রেফতার করে খড়িবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত উৎপল দাস এর আগেও মাদক কারবারে কয়েকবার আটক করা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। ধৃত উৎপল রানিগঞ্জ বিন্নাগুড়ি মন্ডল বিজেপির সহ সভাপতি দীলিপ মহন্তের ভাগ্না হিসেবে পরিচিত।ধৃত কে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। (EVM News)