ব্যুরো নিউজ, ১১ মে : আবগারি দুর্নীতি মামলায় স্বস্তি মিলেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। শুক্রবারই তাঁকে অন্তর্বতীকা জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি লোকসভা নির্বাচনে আপ প্রধানের কোনও বাধা নেই বলেই জানিয়েছে শীর্ষ আদালত। অন্যদিকে এদিন জেল থেকে বেড়িয়েই বিজেপির বিরুদ্ধে তাঁর লড়াই আরও শক্তিশালী হবে বলেও হুঁশিয়ারি দেন কেজরিওয়াল। অন্যদিকে জামিন পাওয়া ও ভোটের প্রচার প্রসঙ্গে কেজরিওয়ালকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
‘মানুষরা শুধু আবগারি দুর্নীতির কথাই মনে করবেন’
শুক্রবার আসানসোল, রামপুরহাট, মাজদিয়ায় বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সন্ধ্যায় কেজরিওয়াল যখন জেল থেকে ছাড়া পেয়ে লোকসভা নির্বাচনে যখন বিজেপিকে হারানোর হুঁশিয়ারি দিচ্ছেন তখনই তাঁর জামিন পাওয়া নিয়ে কটাক্ষ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, ‘এটা সাময়িক সময়ের জন্য জামিন। ওনাকে জুনের এক তারিখের পর আত্মসমর্পণ করতে হবে। উনি নির্বাচনের প্রচার করতে পারবেন, কিন্তু যেখানেই তিনি প্রচার করতে যাবেন সেখানকার মানুষরা শুধু আবগারি দুর্নীতির কথাই মনে করবেন।’
গোটা আম আদমি পার্টি আবগারি দুর্নীতিতে যুক্ত!
অন্যদিকে সন্দেশখালিতে ধর্ষণের ঘটনা বিজেপির সাজানো বলে বারবার অভিযোগ তুলেছে তৃণমূল। এই প্রসঙ্গেও অমিত শাহ বলেন, ‘তৃণমূলের একটা ধরন আছে। প্রথমে তারা একটা অপরাধ করে তারপর সেটা সবার সামনে ভুল প্রমাণ করার জন্য আরও অপরাধ করে।’ হাইকোর্ট এবং মহিলারা কি মিথ্যা কথা বলছে? সিবিআই যে তদন্ত করছে তা কি ভুল? প্রশ্ন তোলের অমিত শাহ। এদিন কেজরিওয়ালকে আক্রমণের পাশাপাশি তৃণমূলকেও এক হাত নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ