প্রেম করেননি এমন লোক পাওয়া মুশকিল। প্রেমে কখনও না কখনও পড়েছেন বা পড়েন কম বেশি সকলেই। প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাও বিরল নয়।  কিন্তু তাই বলে নদীয়ার এক বধূ যে ঘটনা ঘটিয়েছেন তা কিন্তু রীতিমতো রোমহর্ষকই বলা চলে। ৪৫ বছর বয়সী ওই মহিলা ঘর ছেড়ে বারেবারেই নিত্যনতুন প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। এভাবেই মোট ৬ জন প্রেমিকের সঙ্গে তিনি পালিয়েছেন। আর সেই তালিকায় সর্বশেষ হল বছর তিরিশের এক যুবক। নদীয়ার বগুলার মিলন নগরের বাসিন্দা ওই মহিলা। আগের পাঁচবারই তার স্বামী তাকে ক্ষমা করে দিয়েছেন। কাউকে কিছু জানাননি। কিন্তু এবার তিনি সমাজ কল্যাণ মহিলা সমিতির দ্বারস্থ হয়েছেন।

জানা গেছে, দুর্গা পুজোর সময় ওই মহিলা হাঁসখালি থানার ভৈরবচন্দ্রপুর এলাকার বাসিন্দা এক যুবকের সঙ্গে পালিয়ে যান। বাড়ি থেকে ৮০ হাজার টাকা নগদ এবং গয়নাগাটি সঙ্গে নিয়ে যান। তবে ওই মহিলার স্বামী সমাজকল্যাণ মহিলা সমিতির কাছে জানিয়েছেন তিনি তাঁর স্ত্রীকে ফিরে পেতে চান। তার মুল কারণ, সম্ভবত তাঁদের দুই সন্তান। তাঁদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। মেয়েটি দ্বাদশ শ্রেণির ছাত্রী। অন্যদিকে ওই মহিলা যে যুবকের সঙ্গে পালিয়েছেন তার বাড়ির লোকজন জানিয়েছেন, তাদের ছেলেকে নিয়ে পালিয়ে গুজরাটে গিয়েছেন ওই মহিলা। একইসঙ্গে তারা বলেছেন, তাঁরা ফিরে এলে এবং দুজনে সংসার করতে চাইলে তা মেনে নেবেন। তবে ওই মহিলার স্বামী মরিয়া। তিনি চান তাঁর স্ত্রী ঘরে ফিরে আসুক।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর