সংকল্প দে, ২৮ এপ্রিলঃ (Latest News) উত্তরবঙ্গে বিজেপির বন্ধ ঘিরে অশান্তি, ব্যতিক্রম হয়নি শিলিগুড়ি শহরেও

 

কালিয়াগঞ্জে পুলিসের গুলিতে যুবক খুনের অভিযোগের প্রতিবাদে উত্তরবঙ্গের ৮ জেলায় বন্ধের ডাক দিয়েছে বিজেপি। আর বিজেপির বন্ধ নিয়েই বিতর্ক তুঙ্গে।

কালিয়াগঞ্জকাণ্ডে আজ বারো ঘণ্টা উত্তরবঙ্গ বন্ধের ডাক দেয় গেরুয়া শিবির। এদিন সকাল থেকেই বন্ধ ঘিরে বিক্ষিপ্ত উত্তেজনার খবর আসতে থাকে। যেমন,কোচবিহারে বাস ভাঙচুর , পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তুফানগঞ্জের অশান্তি । কয়েকজনকে আটকও করা হয় এই অসান্তির কারনে। এছাড়াও মালদহ-আলিপুরদুয়ারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বন্ধ  সমর্থকরা।

কালিয়াগঞ্জকাণ্ডে বন্ধের প্রভাব পড়েছে রায়গঞ্জেও। তবে শিলিগুড়ি শহরের ছবিটা সকাল থেকে ছিল একেবারেই ভিন্ন। স্বাভাবিক দিনের মতো আজও সকাল থেকে যানবাহন চলাচল করছিল, দোকানপাটও খুলেছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ সকাল সাড়ে ৯টার পর থেকে অশান্ত হয়ে ওঠে শহর শিলিগুড়িও। কার্যত ধুন্ধুমার কান্ড ঘটে যায় শহরের বুকে। বন্ধ সফল করতে পথে নামে বিজেপির কর্মীরা। বাস আটকে দেওয়ার ,দোকান বন্ধো করে দেওয়ার চলে চেষ্টা। করজোরে তাদের আবেদন করা হয়, না শোনায় পরবর্তীতে জোরপূর্বক বন্ধো করে দেওয়ার চেষ্টা করা হয়। রাস্তায় শুয়ে গাড়ি আটকানোর চেষ্টায় আটক করা হয় একাধিক বন্ধ সমর্থনকারীদের। জোরপূর্বক গাড়ি চলাচলে বাধা দেওয়ায় আটক করা হয় শিলিগুড়ি বিধানসভার বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনকে। এমনকি ব্যারিকেড ভেঙে ফেলে, সরকারি বাসে ভাঙচুর সহ বাস চালকের ওপর হামলার অভিযোগ রয়েছে বন্ধ সমর্থকারীদের বিরুদ্ধে। আর এই নিয়ে কার্যত ধুন্ধুমার কান্ড। যদিও বন্ধ সমর্থনকারীদের রুখতে সকাল থেকেই রাস্তায় ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।  এমনকি অশান্তি আটকাতে লাঠিচার্জেরও অনুমতি ছিল পুলিশের।

(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর