ইভিএম নিউজ ব্যুরো, ২৯ জুলাইঃ (Latest News) ডাক্তারি পরীক্ষায় গণটোকাটুকি, প্রশ্নপত্র- উত্তরপত্র ফাঁসের পর এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পরীক্ষার হলে ঢুকে নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষার্থীদের সাহায্য করবার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা তথা বর্ধমান মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের আরএমও অর্থাৎ রেসিডেন্ট মেডিকেল অফিসার অভীক দের বিরুদ্ধে ।
গত ২৬ শে মে দুপুরের উত্তরবঙ্গ কলেজের মেডিকেলের স্নাতক স্তরের পরীক্ষার সময়কার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর ধরা পড়েছে , এক ব্যক্তি পরীক্ষার হলে ঘোরাফেরা করছে, মোবাইল বার করে হাতে রেখে এক পরীক্ষার্থীর সঙ্গে কথাও বলছেন। এরপর তথ্য অনুসন্ধান করলে জানা যায়, যে ওই ব্যক্তি চিকিৎসক হলেও শাসকদলের ছাত্র পরিষদের সদস্য। চিকিৎসা মহলের একাংশের কথায় ওই ব্যক্তি যথেষ্ট ক্ষমতাশালী এবং উত্তরবঙ্গের এক বিশিষ্ট চিকিৎসকের ঘনিষ্ট হওয়ার সুবাদে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে তার অবাধ যাতায়াত রয়েছে। পোস্টিং থেকে বদলি সবেতেই এই যুবনেতার ব্যাপক নিয়ন্ত্রণ রয়েছে।
এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, নিয়ম অনুযায়ী, যেখানে পরীক্ষা কক্ষে বহিরাগতদের থাকারই কথা নয়, শাসকদলের এই যুবনেতা সেখানে কি করছিলেন? মোবাইল ফোন হাতেই বা তিনি ঢুকলেন কি করে? উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষই বা কি করে তাকে পরীক্ষা কক্ষে অনুপ্রবেশ্যের অনুমতি দিলেন? (EVM News)



















