ইভিএম নিউজ ব্যুরো, ৪ জুনঃ (Latest News) ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার পথে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় যখম হলেন পুরুলিয়ার বান্দোয়ানের সাতজন শ্রমিক। যার মধ্যে বান্দোয়ানের কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচজন।
এই পাঁচ জন হলেন- ১) নদীয়াচান্দ মানকী বয়স ২৪ বছর গ্রাম কুমড়া। ২) মতিলাল শবর বয়স ৩৮ বছর। ৩) জোতিলাল শবর বয়স ৪০ বছর ঘাগড়া। ৪) সুকদেব মুরমু বয়স ২৪ বছর গ্রাম পান্ডরা। ৫) লবীর মুড়া বয়স ২৫ বছর গ্রাম শিরিগাডু। এবং গুঁড়ুর গ্রাম পঞ্চায়েতের দুজন, তাদের নাম সৃষ্টধর শবর ও শুকচাঁদ শবর।
শ্রমিকদের পরিবারের সাথে কথা বলে জানা গেছে বান্দোয়ানের কুমড়া এলাকা থেকে মোট সাতজন শ্রমিক একটি গাড়িতে করে শনিবার দুপুর নাগাদ রওনা দেয় খড়্গপুর রেলস্টেশনে। সেখানেই ওই সাত জন শ্রমিক করমন্ডল এক্সপ্রেস ধরে রওনা দেয় তামিলনাড়ুর উদ্দেশ্যে। শনিবার সন্ধ্যায় উড়িষ্যার বালেশ্বরের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমন্ডল এক্সপ্রেস। শনিবার সকালে দুর্ঘটনার খবর শুনে মতিলাল শবরের মেয়ে রেখা শবর ও গ্রামের বেশ কয়েকজনকে নিয়ে বাবা সহ বাকি শ্রেমীকের খোঁজে বালেশ্বর রওনা দেয়। সেখানে তারা শনিবার দুপুর নাগাদ বালেশ্বর হাসপাতাল সুত্রে খবর পায় যে, ঘটনায় আহত তিনজনের খোঁজ পাওয়া গেলও এখনো খোঁজ পাওয়া যায়নি অন্য চার শ্রমিকের। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবার ও গ্রামের মানুষজনদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য। উৎকন্ঠায় দিন কাটছে পরিবার গুলি।
বান্দোয়ানের ঘাঘরা গ্রামের এখনো নিখোঁজ দুই ভাই মতিলাল শবর ও জ্যোতিলাল শবরের পরিবারের সাথে কথা বলে জানা গেছে এলাকায় কাজ না থাকায় বাধ্য হয়ে পেটের দায়ে পরিবারের সদস্যদের ভিন রাজ্যে যেতে হয় শ্রমিকের কাজ করতে। এর পূর্বেও একাধিক বার তারা ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন শ্রমিকের কাজে। কিন্তু এবার কাজে যাওয়ার পথেই এইরকম ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে শ্রমিকদের পরিবারগুলি। ইতি মধ্যেই বান্দোয়ান ব্লক প্রশাসনও পরিবার গুলির সাথে যোগাযোগ করে খোঁজখবর শুরু করেছে শ্রমিকদের। (EVM News)