ব্যুরো নিউজ, ২৪ সেপ্টেম্বর: আসানসোলে লোকশিল্পী সম্মেলন
বাঁশ পাহাড়ি গ্রামে কর্মা উৎসব
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে আজ একদিনের লোকশিল্পী সম্মেলনের আয়োজন করা হল। এই সম্মেলনের আয়োজন করেছিল তথ্য সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র। জেলার ৫০০ জন লোকশিল্পীদের সাথে পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত হল এই লোকশিল্পী সম্মেলন।
আসানসোলের বার্নপুরের সম্প্রীতি হলে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ঠদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক, মাননীয় সভাধিপতি শ্রী বিশ্বনাথ বাউরি, এ ডি ডি এ এর চেয়ারম্যান মাননীয় শ্রী তাপস ব্যানার্জী, মাননীয় জেলাশাসক শ্রী এস পোন্নাবালাম , আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র শ্রী অভিজিৎ ঘটক মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ। ইভিএম নিউজ