ব্যুরো নিউজ, ২৫ জানুয়ারি: আসন্ন লোকসভা ভোট উপলক্ষে যুবদের আহ্বান করলেন প্রধানমন্ত্রী
আসন্ন লোকসভা ভোটের আগে দেশের যুবদের জন্য নতুন পথ বেছে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, দেশের উন্নতির কাজে দেশের যুবদের অংশগ্রহণ করা উচিৎ। তাদের চিন্তাধারা তারা ‘নমো অ্যাপে’ জানাক।
নিয়োগকাণ্ডে দেবরাজ ও বাপ্পাদিত্যকে সিবিআই- য়ের তলব
লোকসভা নির্বাচনের ঘোষণাপত্রে যুবদের সেই চিন্তাধারা তুলে ধরা হবে। যে সমস্ত যুবরা দেশের হয়ে নতুন কিছু চিন্তা করবেন, তাঁদের সঙ্গে দেখা করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের রাজনীতির সঙ্গে সাধারণ মানুষ যদি জুড়ে যায় তবে দেশের উন্নতি কেউ আটকাতে পারবে না। তাই এটাই সেরা সময় দেশের উন্নতিতে নিজেদের চিন্তাধারাকে তুলে ধরার। বিজেপির ঘোষণাপত্রে সেই চিন্তার বিকাশ ঘটানো হবে।
বৃহস্পতিবার দেশের প্রথম ভোটারদের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেন দেশের প্রধানমন্ত্রী। সেখানে ভোটের শক্তি সম্বন্ধে তিনি যুবদের বোঝান। যুবদের ভোট দিতে উৎসাহিত করে দেশ গড়ার ডাক দেন তিনি। ইভিএম নিউজ