ইভিএম নিউজ ব্যুরো, ৬ মার্চঃ এবার আরব সাগরে ব্রহ্মোস সুপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌসেনা। জাহাজ থেকে ব্রহ্মাসটি উৎক্ষেপণ করা হয়। আরব সাগরের বুকে নোঙর করে রাখা একটি টার্গেটে নিখুঁত ভাবে আঘাত করেছে সেটি। সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র — এমনি দাবি করেছে ভারতীয় সেনা। ভারত ও রাশিয়ার যৌথ প্রচেষ্টায় তৈরি এই ব্রক্ষোস ক্ষেপণাস্ত্রটি। যেটির নির্মাতা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গনাইজেশন বা ডিআরডিও। রবিবার সমস্ত বিষয়টি টুইটারে শেয়ার করে ভারতীয় নৌবাহিনী ।ব্রহ্মাস ক্ষেপনাস্ত্রটি হল একটি মাঝারি আকৃতির মিসাইল। শব্দের থেকে প্রায় ৩ গুণ গতিসম্পরন্ন এই মিসাইলটি ।

উল্লেখ্য, গত বছরেই মিসাইলটি পরীক্ষা করে ছিল ভারতীয় নৌবহরের আন্দামান ও নিকোবর কমান্ড। সফলও হয়েছিল সেই পরীক্ষা। জানা গিয়েছে, মিসাইলটি বিদেশেও রপ্তানি করবে ভারত । উল্লেক্ষ্য, গত বছরে জানুয়ারি মাসে ক্ষেপণাস্ত্রের তিনটি ব্যাটারি সরবরাহের জন্য ফিলিপিন্সের সঙ্গে ৩৭৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি সই করেছিল ভারত।
যুদ্ধজাহাজ ছাড়াও ডুবোজাহাজ, বিমান ও স্থল থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা সম্ভব। ভারতীয় নৌবাহিনী টুইটে জানিয়েছে, এই সাফল্য সেনাবাহিনীকে আত্মনির্ভর ভারত তৈরি করার পথে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর