
আত্মনির্ভরতার প্রতীক ভারতীয় নৌবাহিনীর ‘আইএনএস আরনালা’র কমিশন লাভ ও ভবিষ্যতের প্রস্তুতি
ব্যুরো নিউজ ১৯ জুন : ভারতের উপকূলীয় প্রতিরক্ষা সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে ভারতীয় নৌবাহিনী বুধবার (১৯ জুন, ২০২৫) আনুষ্ঠানিকভাবে ‘আইএনএস আরনালা’-কে কমিশন করেছে। এটি অ্যান্টি-সাবমেরিন ( ডুবজাহাজ বিরোধী ) ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ( স্বল্প গভীরতায় ) ক্রাফট (ASW-SWC) সিরিজের প্রথম যুদ্ধজাহাজ। প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহানের উপস্থিতিতে বিশাখাপত্তনমের নৌডকইয়ার্ডে, ইস্টার্ন নেভাল কমান্ডের অধীনে এই কমিশন লাভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আরনালা: বহুমুখী সক্ষমতা