আর

ব্যুরো নিউজ, ২৭ ডিসেম্বর: আর কাঁচের বোতলে নয়! জ্যুসের মতো কাগজের বোতলেই মিলবে মদ

এবার থেকে পরিবেশবান্ধব পদ্ধতিতে বিক্রি হবে মদ। এমনই সিদ্ধান্ত নিয়েছে কেরল সরকার। 

ফের পুলওয়ামা হামলার হুমকি মুসলিম যুবকের | কী পদক্ষেপ ATS-এর?

কাচের বোতল ব্যবহারে অনেক ক্ষেত্রেই বাড়ে ঝক্কি। কখনও কখনও হাত থেকে পরে বা অসাবধানতায় তা ভেঙে যায়। অনেকক্ষেত্রে চাষের জমিতে বা রাস্তার ধারে খালি কাচ বা প্লাস্টিকের মদের বোতল পরিবেশের ক্ষতি করে। এসবের ফলে পরিবেশ দূষণ, আর্থিক ক্ষতি ও স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। তাই এই ধরণের সমস্যাগুলি অনেকটাই ঠেকানো যেতে পারে টেট্রা প্যাক ব্যবহারের মাধ্যমে। তাই এবার পরিবেশবান্ধব টেট্রা প্যাকে মদ বিক্রি শুরু করল কেরল সরকার।

কেরলের পাশাপাশি খুব শীঘ্রই কাগজের প্যাকেটে মদ বিক্রি করবে তামিলনাড়ু সরকারও। কর্নাটক ও পুদুচেরীতে ইতিমধ্যেই টেট্রা প্যাকে বিক্রি করা হচ্ছে মদ। সরকারের তরফে জানানো হয়েছে, কাচ বা প্লাস্টিকের বোতলের কারণে যে দূষণ হচ্ছে, তা প্রতিরোধ করতেই কাগজের প্যাকেটে মদ বিক্রির সিদ্ধান্ত। 

গত মাসেই তামিলনাড়ুর আবগারি মন্ত্রী এস মুথুস্বামী জানিয়েছিলেন, স্ট্য়ালিন সরকার টেট্রা প্যাকে মদ বিক্রি করা নিয়ে চিন্তাভাবনা করছে। এতে পরিবেশ সাফ-সুতরো থাকবে এবং দূষণও কম হবে। কাচের বোতল ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে, পশু-পাখিরও গলায় আটকে মৃত্যু হতে পারে। তাই টেট্রা প্যাকে মদ বিক্রি হলে এই দূষণ হবে না। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর