একটি নয় দুটো নয় ,দক্ষিণ আফ্রিকা থেকে ১০০ টি চিতা আসতে চলেছে ভারতে।পরিবেশমন্ত্রক সূত্রে খবর ,আগামী ফ্রেব্রুয়ারিতেই আসবে আরও ১২ টি চিতা। ‘প্রজেক্ট চিতা’র অধীনে ভারত সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে দক্ষিণ আফ্রিকা। গত বছর নামিবিয়া থেকে ৮ টি চিতা আসার পর পরিবেশমন্ত্রক জানিয়েছে আগামী ফ্রেব্রুয়ারি মাসে আরও ১২ টি চিতার দ্বিতীয় ব্যাচ আসবে ভারতে। মন্ত্রক সূত্রের খবর ,৮ থেকে ১০ বছরের মধ্যে প্রায় সমস্ত আফ্রিকান চিতা ভারতে চলে আসবে। বহুকাল আগে শিকারিদের ও বসবাসের উপযুক্ত না হওয়ার ফলে ভারত থেকে অনেক চিতা অবলুপ্ত হয়ে যায়। বর্তমানে মোদী সরকারের উদ্যোগে প্রায় ৭৫ বছর পর চিতাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। ২০২১ এর নভেম্বর আফ্রিকা থেকে চিতা আনার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে লকডাউন ও অতিমারির ফলে সেটা সম্ভব হয়নি।গত ২০২২ জানুয়ারিতে চিতা আনার সবুজ সংকেত দেয় সুপ্রিম কোর্ট।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর