
মানুষকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে চিতা – ভাইরাল ছবি, তবে রাজস্থানের নয়, দক্ষিণ আফ্রিকার
ইভিএম নিউজ ব্যুরো, ৩০ মেঃ (Latest News) চিতা আর মানুষের সহাবস্থান। ঘুমিয়ে আছে মানুষ, তার পাশে চিতার দল। লোকটিকে রীতিমতো জড়িয়ে ধরে আদর করে তার গায়ের উপরই শুয়ে পড়ছে চিতা। ছবিতে দেখে বেশ ভালো লাগছে। কিন্তু কল্পনা করুন, ওই ব্যক্তির জায়গায় শুয়ে রয়েছেন আপনি, আর চিতা উঠে পড়ছে গায়ের উপর – শুধু এইটুকু কল্পনা করুন, তাহলেই দেখবেন আপনার হৃদপিণ্ড “এই ফেল