লাবনী চৌধুরী, ২৭ আগস্ট : আদিবাসীদের পাশে নওশাদ। চোপড়ায় আক্রান্ত আদিবাসীদের সঙ্গে দেখা করলেন নওশাদ সিদ্দিকি। সোমবার চোপড়ার আমবাড়ি এলাকায় একটি চা বাগানগুলির দখল নিতে আসে মালিক পক্ষ। আদিবাসীদের উচ্ছেদ করতে গিয়ে তাদের উপর একাধারে গুলি চালানোর অভিযোগ ওঠে। এমনকি তাদের ঘর বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ বাগানের মালিক পক্ষের বিরুদ্ধে।
খবর পেয়েই নওশাদ সিদ্দিকি শনিবার উত্তর দিনাজপুরের চোপড়ায় আমবাড়ি চা বাগান এলাকায় ক্ষতিগ্রস্থ আদিবাসী পরিবারগুলির সঙ্গে দেখা করেন। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষও করেন তিনি। তিনি বলেন, “শুধুমাত্র আদিবাসীদের অনুষ্ঠানেই দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এখন কোথায় মুখ্যমন্ত্রী? পুলিশকে ব্যবহার করে আদিবাসীদের উপর অন্যায়-অত্যাচার চালাচ্ছে” বলে দাবি।
সেইসঙ্গে শাসক দলকে কটাক্ষ করে বলেন, “তৃণমূল ১০ হাজার পরিবারের হাতে রাখি পড়াবে। যেটা অনুচিত। আদিবাসীদের অন্ন কেড়ে নিচ্ছে। আগে এটা সুনিশ্চিত করুক তাহলেই রাখি বন্ধন উৎসব ওদের মানাবে”। ইভিএম নিউজ