ব্যুরো নিউজ, ৭ অক্টোবর: আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ধৃত ৪
অপহরণ করে মুক্তিপণ না পেয়ে পড়ুয়াকে ‘খুন’
এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের কাঁকসায়। গুরুতর অসুস্থ অবস্থায় ওই নাবালিকা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ধৃত ৪ জনকে আজ সকাল দশটায় আদালতে পেশ করা হয়। কাঁকসা থানার পুলিশ জানায়, ধৃত ৪ জনের মধ্যে একজন নাবালক। পকসো আইনে মামলা রুজু করে তাঁদের গ্রেফতার করা হয়েছে।
নাবালিকার বাবা জানায়, বৃহস্পতিবার সকালে ওই নাবালিকা তাঁর একজন বান্ধবীকে নিয়ে জঙ্গলে কাঠ কুড়োতে গেছিলো। কাঠ কুরিয়ে বাড়ি ফেরার সময় ওই ৪ জন তাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকার সাথে থাকা মেয়েটি বাড়িতে এসে সব জানালে সেই সময় গ্রামবাসীদের সাথে নিয়ে দুপুর সাড়ে তিনটে নাগাদ নাবালিকাকে খুঁজতে বেরোয় তাঁর বাবা। অনেকক্ষণ খোঁজার পর তাঁরা বিকেল ৫ টা নাগাদ মেয়েটিকে উলঙ্গ অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার করে।
পরিবারের সদস্যরা বৃহস্পতিবার রাত্রে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ ওই ৪ জনকে গ্রেফতার করে আজ আদালতে পেশ করে। ওই নাবালিকার বাবা জানায়, তাকে গ্রাম ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে। তাকে প্রানে মেরে ফেলারও ভয় দেখানো হচ্ছে। অভিযুক্তদের বাবারা তৃনমূল দল করেন বলেও নাবালিকার বাবা জানায়। ইভিএম নিউজ