অযোধ্যা

ব্যুরো নিউজ, ১২ জানুয়ারি: অযোধ্যার বিমান ভাড়া ৪ গুন  

আগামী ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন রাজ্য থেকে অযোধ্যাগামী বিমানের ভাড়া বেড়ে দাঁড়ালো ৪ গুন। একইভাবে চাহিদা তুঙ্গে উঠেছে ট্রেনের টিকিটেরও। বিমান ও রেল মন্ত্রকের কর্তাদের অনুমান উদ্বোধনের দিন যতো এগিয়ে আসবে ওই ভাড়া আরও বাড়বে। বিমান কর্তৃপক্ষের অনুমান ২০ জানুয়ারি কলকাতা- অযোধ্যার বিমানভারা বাড়তে পারে ২১,৪০০ টাকা। ব্যাঙ্গালোর- অযোধ্যার বিমান ভাড়া ২৪০০০ টাকা। এমনকি তা ৩০০০০ টাকার কাছাকাছিও পৌছাতে পারে। আবার উল্টোদিকে অযোধ্যায় মন্দির উদ্বোধন হওয়ার কথা দুপুর ১২: ১৫ মিনিটে। সেইদিন ১:২৫ মিনিটে কলকাতা থেকে অযোধ্যা গামী বিমানের ভাড়া ৫,৪০০ টাকা।

গরহাজির ৪ শঙ্করাচার্য

কারণ, বিমান পৌঁছানোর আগেই মন্দির উদ্বোধন হয়ে যাওয়ায় টিকিটের ভাড়া কমেছে। সেভাবে আর চাহিদা থাকছে না। অযোধ্যার নয়া নির্মিত বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চালু হওয়ার পর ব্যাঙ্গালর- অযোধ্যার ভাড়া ছিল ৬০০০ টাকা। কিন্তু ১৯- ২১ জানুয়ারি ওই ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ৩০,০০০ টাকা। বর্তমানে অযোধ্যায় ৫ টি ব্র্যান্ডেড হোটেল তৈরির কাজ চলছে। বিভিন্ন পর্যটন সংস্থার হিসেব অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে চলেছে অযোধ্যা। এখানে পর্যটকেদের আনাগোনা যেমন বাড়বে তেমন বাড়বে হোটেলের চাহিদা।

অযোধ্যায় যারা বড় হোটেল গড়ছে তাঁদের মধ্যে রয়েছে ম্যারিয়ট, উইন ধাম, হোটেলস অ্যান্ড রিসোর্টস ইত্যাদি। তাঁরা সকলেই মনে করছেন বর্তমানে সেখানে হোটেলের ঘরের চাহিদা বিপুল। তেমনি মন্দির নির্মাণ হয়ে গেলে সেখানে দেশি পর্যটকদের থেকে বিদেশি পর্যটকদের আনাগোনাও বাড়বে অনেক বেশি। ফলে অযোধ্যায় আরও হোটেল ও রিসোর্ট গড়ে উঠবে বলে মনে করছেন দেশের পর্যটন সংস্থাগুলি। ইতিমধ্যেই মন্দির উদ্বোধনে যারা আসছেন তাঁরা দৈনিক ৭০,০০০ টাকা ভাড়ায় ঘর নিয়েছেন। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর