কলকাতার হলুদ ট্যাক্সি

ব্যুরো নিউজ ১৫ নভেম্বর : কলকাতার হলুদ ট্যাক্সি মানেই এক টুকরো নস্ট্যালজিয়া। শহরের প্রতিটি কোণে এই ট্যাক্সির গতি একসময় শহরের প্রাণ ছিল।পরিবেশ সংক্রান্ত আদালতের নির্দেশে ১৫ বছরের বেশি পুরোনো গাড়ি রাস্তায় চলতে পারবে না। ফলে কলকাতার এই ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি আজ বিলুপ্তির পথে।

দূষণের বিষে দমবন্ধ,দিল্লি-কলকাতার বাতাসে সিগারেটের সমান ধোঁয়া

চিঠি লিখে হলুদ ট্যাক্সি রক্ষা করার অনুরোধ

বর্তমানে রাস্তায় মাত্র প্রায় ছয় হাজার হলুদ ট্যাক্সি চলাচল করে। অ্যাম্বাসাডর গাড়ি উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার ফলে নতুন মডেল আনাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ট্যাক্সিচালকরা রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে চিঠি লিখে হলুদ ট্যাক্সি রক্ষা করার অনুরোধ করেছেন। তাদের দাবি পুরনো পারমিটেই নতুন গাড়ি নামানোর অনুমতি দেওয়া হোক । যা চারজন যাত্রী বহন করতে সক্ষম হবে এবং এর রংও হলুদ রাখা হোক।এআইটিইউসি অনুমোদিত ট্যাক্সি সংগঠনের আহ্বায়ক নওয়ালকিশোর শ্রীবাস্তব বলেন, “হলুদ ট্যাক্সি কলকাতার ইতিহাসের সঙ্গে মিশে থাকা একটি যানবাহন। শহরের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এর সঙ্গে। তাই হলুদ ট্যাক্সি পুরোপুরি উঠে যাওয়া উচিত নয়। আমরা সরকারের কাছে এটাই আবেদন করছি।”

দুপুরের খাওয়া শেষ করলেই চোখে ঘুম নেমে আসেছে?কোন রোগের ঝুঁকি বাড়েছে জানে কি !

এছাড়াও, যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে পরিষেবা বাড়ানো এবং ট্যাক্সি স্ট্যান্ডে আরও বেশি ট্যাক্সি দাঁড়ানোর ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে। শহরের এই ঐতিহ্যবাহী যানকে টিকিয়ে রাখতে চালকদের এই প্রয়াস কতটা সফল হবে, তা এখন সময়ই বলবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর