ব্যুরো নিউজ, ২৭ নভেম্বর : যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের নতুন ছবি ‘আড়ি’ নিয়ে প্রস্তুতি তুঙ্গে। ডিসেম্বরে শুরু হতে চলেছে ছবির শুটিং। তার আগেই শুভ সূচনার জন্য অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দিরে আশীর্বাদ নিতে হাজির হলেন এই জনপ্রিয় তারকা দম্পতি।
যশ নুসরতকে নতুন রূপে দেখার অপেক্ষায় দর্শক
বুধবার সকালে তাদের তিরুপতি মন্দির দর্শনের ছবি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। একটি ছবিতে দেখা যায়, যশ-নুসরত মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের হাতে ‘আড়ি’ ছবির চিত্রনাট্য। নুসরতের পরনে ছিল ঘিয়েরঙা শাড়ি, আর যশ পরেছিলেন সাদা পাঞ্জাবি এবং দক্ষিণী ধুতি। অন্য একটি ছবিতে তাঁরা একসঙ্গে প্রদীপ প্রজ্জ্বলন করতেও দেখা যায়।‘আড়ি’ ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে মা-ছেলের সম্পর্ক। ছবিতে যশ-নুসরতের সঙ্গে থাকবেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। যশ আগেই জানিয়েছেন, এই ছবি তাঁর প্রয়াত মাকে উৎসর্গ করা।ছবিটির মাধ্যমে বাণিজ্যিক বাংলা সিনেমাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন যশ-নুসরত। এর আগে তাদের ‘সেন্টিমেন্টাল’ ছবিটি দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছিল। এবার ‘আড়ি’তে তাদের নতুন রূপে দেখার অপেক্ষায় দর্শক।
জানা গেছে, যশ-নুসরত সোমবার তিরুপতিতে পৌঁছন। প্রযোজক হিসেবেও তারা ছবিটির ক্ষেত্রে কোনও খামতি রাখতে চান না। শুভ কাজের আগে বালাজির আশীর্বাদ নিতে তাঁরা বিশেষ গুরুত্ব দিয়েছেন। বুধবারই তাঁদের কলকাতায় ফেরার কথা।এখন দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন যশ-নুসরতের এই নতুন ছবির জন্য, যা তাঁদের ফ্যান-বেসে নতুন মাত্রা যোগ করবে।