ব্যুরো নিউজ,৮ জানুয়ারি:সমাজের চোখরাঙানি, কুকথার তোয়াক্কা না করে নিজের ভালোবাসাকে ধরে রেখেছেন যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান। একে অন্যের চোখের গভীরে হারিয়ে তাদের সম্পর্কের গাঢ়তা বেড়েছে। বিশেষ দিনগুলোতে একে অপরকে জানাচ্ছেন ভালোবাসার বার্তা। সম্প্রতি, নুসরতের জন্মদিনে যশ তার প্রিয়তমাকে এক আবেগময় ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানান।
তিব্বতে তীব্র ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃতের সংখ্যা বেড়ে ১২৬
যশ-নুসরতের প্রেমের গুঞ্জন
ভিডিওটি শুট করা হয়েছে ‘সূর্য ডোবার পালা’ ছবির সময়, যেখানে বিশাল জলরাশির সামনে একে অপরকে আদর করছেন যশ এবং নুসরত। যশ তার পোস্টে লিখেছেন, ‘আমাদের আরো হাসি, অ্যাডভেঞ্চার এবং ছোটখাটো ঝগড়ার জন্য! পরমেশ্বর যেন তোমাকে সেই সমস্ত আনন্দ দেয় যা তুমি চাও, কারণ তুমি সেটাই ডিজার্ভ করো। তুমি এক বলিষ্ঠ নারী, আর সুন্দর হোমমেকারও। এই জীবনে তোমায় পেয়ে আমি ধন্য। আরো এক বছরের জন্য অবিস্মরণীয় স্মৃতি তৈরির আশায়! জন্মদিনটা খুব ভালো কাটুক।’ টলিউডের অন্যতম চর্চিত রিয়েল লাইফ জুটি যশ এবং নুসরত। তাদের প্রেমের সম্পর্কের শুরু হয় নুসরত এবং তার ব্যবসায়ী স্বামী নিখিল জৈনের বিচ্ছেদের পর। অ্যানালমেন্টের মাধ্যমে নিখিলের সঙ্গে সম্পর্ক শেষ করার পরেই নুসরত অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসে। এরপর যশ-নুসরতের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে।
গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ নির্দেশ
নুসরতের সন্তানের বাবা হিসেবে যশের নাম শোনা যায় এবং পরে তিনি নিজেই তার সন্তানের বাবা হিসেবে যশের নাম নথিভুক্ত করেন। ২০২০ সালেই নাকি তারা গোপনে বিয়ে করেছেন। একসঙ্গে সুখের সংসার এবং ছেলে ঈশানকে নিয়ে তারা ভালোবাসার পরিবার গড়েছেন। এছাড়া, তারা একসঙ্গে প্রযোজনা সংস্থা খুলেছেন, যার প্রথম ছবি ‘আড়ি’। এই ছবিতে যশ-নুসরতের পাশাপাশি মৌসুমী চট্টোপাধ্যায়ের মতো বড় তারকাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। নতুন বছরের পয়লা বৈশাখে মুক্তি পাবে ‘আড়ি’।এখন তাদের সবার নজর তাদের পরিবারের সুখী মুহূর্তের দিকে। জীবনের নতুন বছরে তাদের সম্পর্ক আরও গাঢ় হোক, এটাই ভক্তদের কামনা।