yalini-first-school-day

ব্যুরো নিউজ ,৫ মে: শুভশ্রী গঙ্গোপাধ্যায় এখন শুধু বড় পর্দার নায়িকা নন, তার ছোট্ট রাজকন্যা ইয়ালিনিও ক্যামেরার সামনে স্টার। ২০২৩ সালের নভেম্বরে মা হয়েছিলেন শুভশ্রী। সময় যেন উড়েই গেল। দেখতে দেখতে রাজ চক্রবর্তী ও শুভশ্রীর মেয়ে ইয়ালিনির বয়স প্রায় ২ বছর হতে চলল।

স্কুলের প্রথম দিনে অনেক কিছু করল ইয়ালিনি

এই মে মাসের প্রথম সপ্তাহে বিশেষ দিন ছিল চক্রবর্তী পরিবারে। কারণ, ইয়ালিনির প্রথম স্কুলযাত্রা। মাত্র ১ বছর ৬ মাস বয়সেই প্রি-স্কুলের পথচলা শুরু করল একরত্তি ইয়ালিনি। আর সেই মুহূর্ত ধরা পড়ল ক্যামেরায়।

মা-মেয়ের ফ্যাশন ম্যাচিং করে যেন আরও নজর কাড়ল। শুভশ্রীর পরনে ছিল সাদা টি-শার্ট আর কালো ট্রাউজ়ার, চোখে স্টাইলিশ রোদচশমা। ইয়ালিনির সাজও যেন ঠিক তার ছায়া — সাদা রঙের ফ্রক, মাথায় সাদা ফিতে দিয়ে পনিটেল আর কাঁধে সবুজ রঙের স্কুলব্যাগ।

গ্রীষ্মে স্ট্রোক থেকে বাঁচতে পান করুন এই স্বাস্থ্যকর পানীয়, ৫ টি পানীয় তৈরির রইল সহজ রেসিপি

স্কুলে যাওয়ার আগে বাড়ির সামনেই ক্যামেরার সামনে পোজ দিলেন মা-মেয়ে। শুভশ্রী কোলে তুলতেই ইয়ালিনি যেন মায়ের মতোই নায়িকাসুলভ ভঙ্গিতে হাত নাড়ল ক্যামেরার দিকে। সাধারণত বাচ্চারা প্রথম দিন স্কুলে যেতে কান্নাকাটি করে। তবে ইয়ালিনির মুখে ছিল একগাল হাসি। মায়ের হাত ধরে খিলখিল করে হাসতে হাসতে গেল স্কুলে। সঙ্গে ছিল দাদা ইউভানও।

স্কুলের প্রথম দিনে অনেক কিছু করল ইয়ালিনি। মায়ের সঙ্গে ছবি আঁকল, রঙ করল। এই সোনালি মুহূর্তগুলো অভিনেত্রী নিজেই শেয়ার করলেন তার ইনস্টাগ্রাম পেজে।

সম্প্রতি লস এঞ্জেলস চলচ্চিত্র উৎসবে যোগ দিতে প্রায় ১৫ দিনের বেশি সময় আমেরিকায় ছিলেন শুভশ্রী-রাজ। তবে মেয়েকে নিয়ে যাননি তাঁরা, সঙ্গে ছিল শুধু ছেলে ইউভান। সেই নিয়ে কিছুটা সমালোচনা হলেও, শুভশ্রী খুব একটা পাত্তা দেননি সামাজিক মাধ্যমের ট্রোলকে।

অনেকদিন মেয়েকে ছেড়ে থাকার পর এবার এক মুহূর্তও ইয়ালিনিকে চোখের আড়াল করতে চাইছেন না শুভশ্রী। তাই মেয়ের এই প্রথম স্কুলযাত্রার প্রতিটা মুহূর্ত ধরে রাখলেন ক্যামেরায়।

নায়িকা হয়তো পর্দায় অনেক চরিত্রে ধরা দিয়েছেন, কিন্তু ইয়ালিনির এই দিনটা তার জীবনের সেরা ফ্রেম হয়ে থাকল নিঃসন্দেহে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর