টমেটোর ফেসপ্যাক

ব্যুরো নিউজ ১৫ নভেম্বর :শীতকাল মানেই টম্যাটোর প্রাচুর্য—বাজার ভরিয়ে ওঠে টাটকা লাল টম্যাটোতে। শুধু খেতেই সুস্বাদু নয়, টম্যাটো স্বাস্থ্যের জন্যও উপকারী, কারণ এতে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে জ্বর-সর্দি প্রতিরোধে সহায়ক। তবে জানেন কি, টম্যাটো ত্বকের পরিচর্যাতেও সমানভাবে কার্যকরী? নিয়মিত টম্যাটো দিয়ে ত্বকের যত্ন নিলে তা উজ্জ্বল এবং মসৃণ হয়ে ওঠে। টম্যাটো দিয়ে ত্বকের পরিচর্যার কিছু ঘরোয়া উপায়।

এই ম্যাজিক্যাল ফেসপ্যাকে ব্যাবহার করলে সাথে সাথেই ফিরে আসবে আপনার ত্বকের জেল্লা

ত্বকের উজ্জ্বলতায় জাদুকরি উপাদানগুলি

১। টম্যাটো ও মধুর ফেসপ্যাক: ২  চামচ টম্যাটোর রস এবং ১  চামচ মধু মিশিয়ে মুখে লাগান। ১০-১৫ মিনিট রেখে ভালোভাবে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বক নরম ও মসৃণ রাখতে সাহায্য করবে এবং দাগছোপ কমাতে সহায়তা করবে। নিয়মিত ব্যবহারে ত্বকে পুষ্টি যোগায় ও উজ্জ্বলতা বাড়ায়।

ত্বকের জেল্লা ফেরাতে চান? বাসি পাউরুটি এবার থেকে ফেলে না দিয়ে রূপচর্চা করুন

২। টম্যাটো, বেসন, দই ও হলুদ মিশ্রণ: টম্যাটো বাটা, বেসন, দই, মধু এবং এক চিমটে হলুদ মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে, ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এই প্যাক বিশেষ করে তৈলাক্ত ত্বকের জন্য উপকারী।

শাড়ি বা ধুতি পরা থেকে হতে পারে ত্বকের ক্যান্সার? সতর্ক থাকুন!

৩। টম্যাটো ও পাকা পেঁপের ফেসমাস্ক: টম্যাটো এবং পাকা পেঁপে একসঙ্গে বেটে মুখে লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বককে বয়সের ছাপ পড়া থেকে রক্ষা করে এবং ব্রণ, ফুস্কুড়ির মতো সমস্যা প্রতিরোধে সহায়তা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর