চুলের স্প্রে

ব্যুরো নিউজ ১৩ নভেম্বর :শীতকালে অনেকেরই চুল হয়ে যায় রুক্ষ ও শুষ্ক, আর খুশকির সমস্যাও বেড়ে যায়। চুল পড়া, রুক্ষতা বা খুশকি প্রতিরোধে অনেকেই নানা প্রসাধনী ব্যবহার করেন। কিন্তু তাতে সমস্যা পুরোপুরি মেটে না। এইবার চুলের পুষ্টি যোগাতে ঘরেই তৈরি করে নিন একটি প্রাকৃতিক চুলের টনিক। যা চুলের রুক্ষতা দূর করে আপনার চুলকে মজবুত ও ঘন করে তুলবে। আর খুশকির সমস্যায় কমাবে।

ঘনঘন চুল পড়ছে আপনার? বাড়িতে বানিয়ে ফেলুন প্রাকৃতিক শ্যাম্পু

ঘরোয়া উপায় কি ভাবে বানাবেন এই স্প্রেটি?

প্রথমে কয়েকটি তাজা কারি পাতা নিন। এতে যোগ করুন ২ চামচ মেথি, ১ চামচ লবঙ্গ এবং ২ চামচ কালোজিরা। এই সব উপাদান মিক্সারের বাটিতে নিয়ে ভালো করে পেস্ট তৈরি করুন। এবার একটি ননস্টিক প্যানে ২ কাপ জল গরম করতে দিন। জল ফুটতে শুরু করলে তাতে তৈরি পেস্টটি ঢেলে দিন। মিশ্রণটি মাঝারি আঁচে ফুটতে দিন যতক্ষণ না ঘন হয়ে আসেছে। ঘ্ন হয়ে এলে গ্যাস বন্ধ করে মিশ্রণটি ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে এটি ছেঁকে একটি স্প্রে বোতলে ঢেলে নিন।

ত্বকের জেল্লা ফেরাতে চান? বাসি পাউরুটি এবার থেকে ফেলে না দিয়ে রূপচর্চা করুন

প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই স্প্রেটি চুলের গোড়ায় স্প্রে করে আলতো হাতে ম্যাসাজ করুন। সপ্তাহে ২-৩ বার এটি ব্যবহার করলে চুলের রুক্ষতা, খুশকি ও চুল পড়া নিয়ন্ত্রণে আসবে। চুল হবে স্বাস্থ্যোজ্জ্বল।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর