শীতের আভাস

ব্যুরো নিউজ ১২ নভেম্বর :নভেম্বরের মাঝামাঝি হলেও এখনও ঠান্ডার দেখা নেই। উল্টে রোদ আর গরমে হাঁসফাঁস করছে মানুষ। দুপুরবেলা বাস বা ট্রেনে ভিড়ের মাঝে অনেকেই বলছেন এ গরম কবে শেষ হবে! সাধারণত এই সময়ে ঠান্ডা পড়তে শুরু করার কথা। কিন্তু অগ্রহায়ণ মাস পড়ার মুখে শীতের আমেজ স্পষ্ট হয়ে ওঠে। এ বছর নভেম্বর প্রায় শেষ হতে চললেও কলকাতাসহ বিভিন্ন জায়গায় শীতের কোনো প্রকোপ দেখা যায়নি।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর শেষ ল্যাপ,বউবাজারে বিপর্যয় ঠেকাতে বিশেষ প্রস্তুতি

আসছে হালকা ঠান্ডার ছোঁয়া

তবে শীতপ্রেমীদের জন্য অবশেষে সুখবর নিয়ে এসেছে আবহাওয়া দপ্তর। আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, আর কয়েক দিনের মধ্যেই তাপমাত্রা নামতে শুরু করবে। কার্তিক মাস শেষের দিকে এবং আগামী দু’দিনের মধ্যে পারদ ৩-৪ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। অগ্রহায়ণের শুরুতেই কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা। শহরের বাইরে বাঁকুড়া ও পুরুলিয়ার মতো অঞ্চলে তাপমাত্রা আরও কমে ১৪-১৫ ডিগ্রিতে নামতে পারে বলে অনুমান করা হচ্ছে।

বনগাঁয় মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে চালাণো হল গুলি, তদন্ত শুরু করেছে পুলিশ

এখনও যদিও লেপ-কম্বলের প্রয়োজন পড়েনি, সকালবেলা সামান্য ঠান্ডার আভাস পাচ্ছেন অনেকেই। তবে দুপুরে সেই অনুভূতি উধাও হয়ে যাচ্ছে। শীতপ্রেমীরা মুখিয়ে আছেন কবে ভোরের শীতল হাওয়া আর সন্ধের ঠান্ডা ঘিরে ধরবে এই শহরকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবার হয়তো সেই জবুথবু শীতের সম্ভাবনা তেমন নেই, তবে হালকা ঠান্ডার ছোঁয়া পাবেন সকলে। অগ্রহায়ণের প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রার ধীরগতিতে পতন হতে শুরু করবে এবং শীত আস্তে আস্তে জাঁকিয়ে বসবে বলে আশা করা যাচ্ছে।

‘পুষ্পা ২’ মুক্তির আগেই রশ্মিকা মন্দানার কি  বিশেষ উপহার দিলেন আল্লু অর্জুনকে!

কয়েকদিনের মধ্যেই শীতের আমেজ পেতে শুরু করবে বঙ্গবাসী। শীতপ্রেমীরা তাই অপেক্ষায় রয়েছেন কখন তাদের প্রিয় ঋতুর আগমন হবে। প্রকৃতির এই আবহ বদলে শহরের বিভিন্ন জায়গায় শীতের পোশাকের দোকানগুলোতেও শুরু হবে ক্রেতার ভিড়। এবছর ধীরে ধীরে হলেও আসছে শীত, আর কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে শীতের আনাগোনা অনুভব করতে পারবেন সকলে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর